
বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আপত্তিকর বক্তব্যের পরও কেন সেদেশে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যে সময়ে আপনারা (অন্তবর্তীকালীন সরকার) ইলিশ মাছ রপ্তানির কথা বলছেন, রপ্তানি হতেই পারে কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি কাউকে সীমান্তে পেলে তার পা উল্টো করে ঝুলিয়ে রাখা হবে, তখন আমি কেন বলব না, আমরা ইলিশ মাছ দিব না?
“যাদেরকে আমরা নানাভাবে শ্রদ্ধা করি, যাদের ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা রেখে ভারতে ইলিশ মাছ যায়। আমদানি-রপ্তানি বাণিজ্য এটা তো সবসময়ই হয়ে এসেছে, সেটা যেতেই পারে। কিন্তু যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করে, পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে… তখন তো আমরা বলবই, ভাই আমরা ইলিশ মাছ কেন দিব?”
রিজভী অভিযোগ করে বলেন, “পেঁয়াজ আমরা ভারত থেকে আমদানি করি। ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয়, তখন তো তারা ভাবে না যে, একটি বন্ধু রাষ্ট্রের ক্ষতি হতে পারে।”
Reporter Name 





















