
# মহাকালের পরিক্রমা #
– ইশরাত জেরি
মহাকালের পরিক্রমায়,
দিনগুলো মোর হারায়,
কোন এক অজানা আলোর ছটা,
ওই সুদূরে দেখা যায়,
মন কেমন উদাস ভাবলেশহীন হয়ে,
স্মৃতির বিচ্ছুরণে আমায় কাঁদায়,
তবু মন বারবার ওই আলোকপানে চায়,
মন কেমন যেন থাকে দোটানায়।
পথিক ভাবে কোথায় তার শুরু, কোথায় তার শেষ?
ভাবতে ভাবতে বেলা হয় নিঃশেষ,
একদিন সূর্য ওঠার আগেই পথিক নামে রাস্তায়,
হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিক,
মহাকালের দেখা পায়।
পথিক বলে, হ্যা গো মহাকাল,
তুমি কি জানো, কোথায় পাবো সে আলোর ছটা?
যাকে খুঁজতে খুঁজতে আমার প্রাণ হরণ হবার দশা?
মহাকাল বলে, কেন,
আমি তো তোমারই অপেক্ষায়,
বহুকাল ধরে নিয়ে যাবার আকাঙ্ক্ষায়,
পথিক বলে, তাহলে ধরো আমার হাত,
নিয়ে চলো আমায় তোমার রাস্তায়,
মহাকাল ধরে আমার হাত,
পথিক আমি এগিয়ে চলি,
ওই দূর অজানায়।
শান্ত আমি, শুভ্র আমি, এগিয়ে চলি সুদূরে,
ওইতো দেখা যায় আলোর ছটা,
যার খোঁজে আমি ছন্নছাড়া,
তন্নতন্ন করে খুঁজে ফিরেছি সীমানায় সীমানায়।
অবশেষে পথিক মহাকালের পরিক্রমায়,
চিরকালের মতো আলোর ছটায়,
ভাসতে ভাসতে শূণ্যে হারায়।।।
ইশরাত জেরিন
ঢাকা বিশ্ববিদ্যালয়
Reporter Name 








