Dhaka 6:35 am, Friday, 7 November 2025

এই সোনার  সাংবাদিক… মারি না- জাব্বার

  • Reporter Name
  • Update Time : 01:06:29 pm, Monday, 14 October 2024
  • 146 Time View

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ স্থানীয় পত্রিকার সাংবাদিক সিরাজুল ইসলামকে উদ্দেশ্য করে জাব্বার বলে, এই সোনার সাংবাদিক…মারি না। হুরুন নেছা সুপার মার্কেটের মালিক জাব্বার এ কথা বলেছে বলে জানায় সিরাজ।এই ভাষাটা কত নোংরা, সমগ্র সাংবাদিকদের সম্মান নিয়ে টানা হেছড়া করেছে জাব্বার।

১৩ অক্টোবর রোববার সাইনবোর্ড এলাকায় প্রতিবেদনের তথ্য আনতে যেয়ে প্রতিবেদক এই কথা জানতে পায়। প্রতিবেদক সাংবাদিক সিরাজকে অফিসে এনে জিজ্ঞাসা করলে সিরাজ এই কথার সত্যতা স্বীকার করে। সিরাজ থেকে জাব্বারের অনেক কিছু জানা যায় যে, ঐ মার্কেটের সামনে সরকারী জমির উপরে দোকান বসিয়ে ভাড়া নিচ্ছে, সরকারী রাস্তার দখল কত্র তার উপরে মার্কেট করে গায়ের জোড়ে, তৎকালীন আওয়ামীলীগের দাপটে জাব্বার এগুলি করেছে বলে জানা যায়।

জাব্বারকে কল করলে প্রতিবেদকের সাথে বলে, আমি আমার মার্কেটের সামনে কোন দোকান ভাড়া দেই নাই, এগুলি আমার ভাই ও আমার ভাইয়ের ছেলে দিয়েছে, আপনি খোজ-খবর নিয়ে দেখেন। নুর নেছা সুপার মার্কেটের ফাউন্ডেশন সম্পর্কে জাব্বার বলে, এর নকশার পারমিশন উপজেলা থেকে নেওয়া হয়েছে, উপজেলার অফিসারের কথা মত রাজউকে ৪১ হাজার টাকা জমা দিয়ে রিসিট এনে উপজেলায় জমা দিয়েছ। রাজউক থেকে কোন পারমিশন নেওয়া হয়নি।”

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এই সোনার  সাংবাদিক… মারি না- জাব্বার

Update Time : 01:06:29 pm, Monday, 14 October 2024

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ স্থানীয় পত্রিকার সাংবাদিক সিরাজুল ইসলামকে উদ্দেশ্য করে জাব্বার বলে, এই সোনার সাংবাদিক…মারি না। হুরুন নেছা সুপার মার্কেটের মালিক জাব্বার এ কথা বলেছে বলে জানায় সিরাজ।এই ভাষাটা কত নোংরা, সমগ্র সাংবাদিকদের সম্মান নিয়ে টানা হেছড়া করেছে জাব্বার।

১৩ অক্টোবর রোববার সাইনবোর্ড এলাকায় প্রতিবেদনের তথ্য আনতে যেয়ে প্রতিবেদক এই কথা জানতে পায়। প্রতিবেদক সাংবাদিক সিরাজকে অফিসে এনে জিজ্ঞাসা করলে সিরাজ এই কথার সত্যতা স্বীকার করে। সিরাজ থেকে জাব্বারের অনেক কিছু জানা যায় যে, ঐ মার্কেটের সামনে সরকারী জমির উপরে দোকান বসিয়ে ভাড়া নিচ্ছে, সরকারী রাস্তার দখল কত্র তার উপরে মার্কেট করে গায়ের জোড়ে, তৎকালীন আওয়ামীলীগের দাপটে জাব্বার এগুলি করেছে বলে জানা যায়।

জাব্বারকে কল করলে প্রতিবেদকের সাথে বলে, আমি আমার মার্কেটের সামনে কোন দোকান ভাড়া দেই নাই, এগুলি আমার ভাই ও আমার ভাইয়ের ছেলে দিয়েছে, আপনি খোজ-খবর নিয়ে দেখেন। নুর নেছা সুপার মার্কেটের ফাউন্ডেশন সম্পর্কে জাব্বার বলে, এর নকশার পারমিশন উপজেলা থেকে নেওয়া হয়েছে, উপজেলার অফিসারের কথা মত রাজউকে ৪১ হাজার টাকা জমা দিয়ে রিসিট এনে উপজেলায় জমা দিয়েছ। রাজউক থেকে কোন পারমিশন নেওয়া হয়নি।”