
একটু হাসি — মাহবুবা লাখি
ঈদ খুশিতে মনটা নাচে
নুপুর নাচে পায়েতে
নতুন জামা গায়ে পরে
পাড়ায় পাড়ায় বেড়াতে।
ভাঙ্গা ঘরের চালার দিকে
যেই না চোখ ফেরাতে,
মলিন ওই মুখটা দেখে
পারি না দায় এড়াতে।
আমার গায়ে নতুন জামা
মনে রঙিন খুশির গান,
চোখ দেখে নেয় ওই ঘরেতে
দুঃখে ভরা নিরাশ প্রাণ।
এসব করুণ দৃশ্য দেখে
নিজেকে লাগে তুচ্ছ তাই,
মানবতা ওই ধূলায় লুটায়
দেখে আমি থমকে যাই।
একটি মলিন মুখে না হয়
ঈদের খুশির বান ডাকুক,
ভাঙ্গা ঘরে ওই শিশুর মুখে
একটু না হয় হাশি ফুটুক।
Reporter Name 















