
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ডিবি এস আই সাফি ধান্দা করে কোটি কোটি টাকা কামিয়ে রপগঞ্জ থানায় বদলি হয়ে এখন আবার ডিবিতে। নারায়ণগঞ্জ পুজাতে ডিউটি করতে দেখা গেছে বলে জানা যায়।
১৩ অক্টোবর রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)কে কল করে জিজ্ঞসা করলে তিনি বলেন, না না সাফি ডিবিতে নাই। আমি পুজার ডিউতে আছি, কথা বুজা যাচ্ছে না, পরে কথা বলব। ১৪ অক্টোবর সকালে আবার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)তারকে আল মেহেদীকে কল করলে তিনি বলে খোজ নিয়ে জানাচ্ছি কিন্তু তিনি জানান নি।
দুর্নীতিবাজ এস আই সাফি ঘুরে ফিরে নারায়ণগঞ্জ এত বছর কিভাবে থাকছে প্রশ্ন জনমনে। কি মধু নারায়ণগঞ্জ কিছু পুলিশ অফিসার ঘুরে ফিরে নারায়ঙ্গঞ্জই থেকে যায়। অনেক পুলিশ নারায়ণগঞ্জে গড়ে তোলেছে আবাসন, তারমধ্যে সাফিও একজন। জানা যায় সাফি কোটি টাকার ফ্লাট কিনেছে নারায়ণগঞ্জের চাষাড়ায়। করেছে অনেক সম্পত্তি আত্নীয় স্বজনের নামে ও বেনামে। তদন্ত করলে বের হবে থলের বিড়াল।
দুর্নীতিবাজ এস আই সাফির ভেড়াজালে ফেসে যাচ্ছে পুলিশ কর্মকর্তা রুহুল আমিন সাগর। অসহায়দের ফাসিয়ে, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাশরা নেওয়া, নাম্বার প্লেটবিহীন হায়েজ দিয়ে অপ-কর্ম করা, ওয়ারেন্টের আসামী ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়া, মাদক ব্যবসায়ীদের ধরে গাড়িতে বসিয়ে ঘুরিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করে ছেড়ে দেওয়া এবং সাংবাদিককে গাড়িতে বসিয়ে মানসিক টেনশন দিয়ে শেষ রাতে ছেড়ে দেওয়া সাফির নিত্য দিনের কাছ ছিল বলে জানা যায়। কাউকে ফাসিয়ে এনে তার পরিবার সদস্যদের সাথে সওদা করে বানিজ্য সফল করে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে। ব্যবসায়ী সাংবাদিক তার কাছ থেকে রেহাই পায় না বলে জানা যায়। মিথ্যা মামলা ফাসিয়ে ধান্দা করে দুর্নীতিবাজ এস আই সাফি। এহেন ঘৃন্য কাজ করে বিচারের মঞ্চে এসে সুকৌশলে ভেড়াজালে ফাসিয়ে দেয় তার উর্ধতন কর্মকর্তাকে।
Reporter Name 








