Dhaka 12:08 am, Thursday, 13 November 2025

ওসি বারীর পুলিশি সেবায় মুগ্ধ সোনারগাঁবাসী

  • Reporter Name
  • Update Time : 11:32:51 am, Monday, 6 January 2025
  • 137 Time View

নিজস্ব প্রতিনিধি : সোনারগাঁ থানার ওসি এম এ বারীর সেবায় মুগ্ধ সোনারগাঁবাসী বলে জানা যায়। পুলিশ নিয়ে সাধারণ জনগণের মাঝে যে ধারণা ছিল তা অনেকটা পাল্টে দিতে অব্যাহতভাবে কাজ করছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। অপরাধ দমনে নিরলসভাবে কাজ করায় তিনি ইতিমধ্যে সাধারণ জনগণের অনেক প্রশংসা কুড়িয়েছেন।

গত বছরের ৭ সেপ্টেম্বর থানায় যোগদানের পর তিনি আগের চিত্র অনেকটাই পাল্টে দিয়েছেন। পুলিশকে জনগণের ভরসাস্থল হিসেবে রূপান্তরিত করতে রাত-দিন কাজ করে যাচ্ছেন। উপজেলার সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, ছিনতাই, ডাকাতিরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তার ভূমিকা ছিল লক্ষণীয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত ৪ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি দক্ষ, মানবিক, সৎচরিত্রে দৃঢ়তা ও সততায় শতভাগ পেশাদারিত্বে থানার কার্যক্রম সাহসিকতার সঙ্গে পরিচালনা করার কারণে এরইমধ্যে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী সবার কাছে সমাদৃত হয়েছেন। তিনি থানায় যোগদানের পর ৪ মাসে ৪৫৮ জন বিভিন্ন অপরাধী ও মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার সশস্ত্র ডাকাত, মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে। এরই মধ্যে ৩১ হাজার ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২২ কেজি গাঁজা, ৭৫৩ বোতল ফেনসিডিল, ১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন, ১৪৮টি চোরাই মোবাইল, আত্মসাৎকৃত  ৯৮ লাখ টাকার মালামাল উদ্ধার ও লুণ্ঠিত ২৫ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়াও হত্যা মামলায় ১টি প্রাইভেটকার, মাদক মামলায় ৪টি পিকআপ, ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

তিনি বলেন, ওসির রুমে প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না। পুলিশের ভাবমূর্তি ধরে রাখতে সাধারণ জনগণকে সুন্দরভাবে সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

ওসি বলেন, পুলিশ হেড কোয়ার্টার্সের তথ্য মতে, সারা বাংলাদেশে মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতারে সোনারগাঁ থানা প্রথম সারিতে রয়েছে।

তিনি বলেন, পুলিশ হবে সবসময় জনবান্ধব। সোনারগাঁওয়ে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব ও ভয়ভীতি দূর করে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও বিপুল সংখ্যক চোর-ডাকাত এবং মাদক ব্যবসায়ী গ্রেফতারের ফলে শীতকালে অন্যান্য বছরের তুলনায় এ বছর হাইওয়েতে চুরি ও ডাকাতি অনেক অংশে কমে গেছে।

তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি তাকে ডিএমপিতে বদলির আদেশ বাতিল করে সোনারগাঁও থানায় পুনর্বহাল করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ওসি বারীর পুলিশি সেবায় মুগ্ধ সোনারগাঁবাসী

Update Time : 11:32:51 am, Monday, 6 January 2025

নিজস্ব প্রতিনিধি : সোনারগাঁ থানার ওসি এম এ বারীর সেবায় মুগ্ধ সোনারগাঁবাসী বলে জানা যায়। পুলিশ নিয়ে সাধারণ জনগণের মাঝে যে ধারণা ছিল তা অনেকটা পাল্টে দিতে অব্যাহতভাবে কাজ করছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। অপরাধ দমনে নিরলসভাবে কাজ করায় তিনি ইতিমধ্যে সাধারণ জনগণের অনেক প্রশংসা কুড়িয়েছেন।

গত বছরের ৭ সেপ্টেম্বর থানায় যোগদানের পর তিনি আগের চিত্র অনেকটাই পাল্টে দিয়েছেন। পুলিশকে জনগণের ভরসাস্থল হিসেবে রূপান্তরিত করতে রাত-দিন কাজ করে যাচ্ছেন। উপজেলার সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, ছিনতাই, ডাকাতিরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তার ভূমিকা ছিল লক্ষণীয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত ৪ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি দক্ষ, মানবিক, সৎচরিত্রে দৃঢ়তা ও সততায় শতভাগ পেশাদারিত্বে থানার কার্যক্রম সাহসিকতার সঙ্গে পরিচালনা করার কারণে এরইমধ্যে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী সবার কাছে সমাদৃত হয়েছেন। তিনি থানায় যোগদানের পর ৪ মাসে ৪৫৮ জন বিভিন্ন অপরাধী ও মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার সশস্ত্র ডাকাত, মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে। এরই মধ্যে ৩১ হাজার ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২২ কেজি গাঁজা, ৭৫৩ বোতল ফেনসিডিল, ১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন, ১৪৮টি চোরাই মোবাইল, আত্মসাৎকৃত  ৯৮ লাখ টাকার মালামাল উদ্ধার ও লুণ্ঠিত ২৫ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়াও হত্যা মামলায় ১টি প্রাইভেটকার, মাদক মামলায় ৪টি পিকআপ, ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

তিনি বলেন, ওসির রুমে প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না। পুলিশের ভাবমূর্তি ধরে রাখতে সাধারণ জনগণকে সুন্দরভাবে সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

ওসি বলেন, পুলিশ হেড কোয়ার্টার্সের তথ্য মতে, সারা বাংলাদেশে মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতারে সোনারগাঁ থানা প্রথম সারিতে রয়েছে।

তিনি বলেন, পুলিশ হবে সবসময় জনবান্ধব। সোনারগাঁওয়ে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব ও ভয়ভীতি দূর করে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও বিপুল সংখ্যক চোর-ডাকাত এবং মাদক ব্যবসায়ী গ্রেফতারের ফলে শীতকালে অন্যান্য বছরের তুলনায় এ বছর হাইওয়েতে চুরি ও ডাকাতি অনেক অংশে কমে গেছে।

তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি তাকে ডিএমপিতে বদলির আদেশ বাতিল করে সোনারগাঁও থানায় পুনর্বহাল করেছেন।