
স্পেশাল তারা
—–নার্গিস চৌধুরী
জগতের “প্রতিটি মেয়েই”লক্ষ্য কোটি তারার মাঝে একটি “স্পেশাল তারা”।
পাহাড় সমান দুঃখ আসুক তবু জয় করার শক্তি বুকে রয়েছে সাহস ভরা।
নীরব হাসিতে বদলে দেয় পুরা পৃথিবী,
জয় করে রাজ্য,
তার সাহসে বদলায় বাগান,
বদলায় নিজের জীবনের গল্প,
ফুলে ফলে ভরে এই ধরিত্রী।
নারী পারে গড়তে নতুন ইতিহাস,
শক্তি-সাহসে করে সকল উদ্ভাস।
স্বপ্নে ভরা তার “দু’টি চোখ”,
তার সুন্দর চাহনি বাট মর্ম বিশাল –
ভাগ্য পরিবর্তন হোক।
দুঃখের পাহাড় করে ভাঙচুর,
শান্তির স্বপ্নে ডানা উড়িয়ে ,
নম্রতার মাঝে নীরব হাসিতে ,
ভয় করে জয়, তার সাহসে বদলায় জগৎ,
নম্র মুখে বজ্র কণ্ঠস্বর
গম্ভীর কণ্ঠে জাগায় বজ্রধ্বনি,
তার সিদ্ধান্তে কাঁপে অন্যায় ভূমি।
জগতের প্রতিটি মেয়েই সেরা সুন্দরী
যাষ্ট চলার স্টাইল ভিন্ন ভিন্ন ধরন,
কেউ সহজ সরল কেউবা রং বেরঙ।
হোক কালো কিংবা ফর্সা,
যার যাকে ভালো লাগে সেই হয়-
কারো না কারো কাছে সেরা,
হ্যাঁ সেই হয় –
পৃথিবীর একটি “স্পেশাল তারা”।
Reporter Name 















