Dhaka 12:10 am, Thursday, 13 November 2025

কর্ম দক্ষতা বৃদ্ধিতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ঘোষণা

  • Reporter Name
  • Update Time : 04:24:02 am, Saturday, 20 September 2025
  • 54 Time View

নিজস্ব প্রতিনিধিঃ কর্ম দক্ষতা বাড়াতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ঘোষণা নারায়নগঞ্জ যুব ফেডারেশনের। নীরব মহামারী যেন আমাদের যুব সমাজকে গ্রাস করছে। হাতে সার্টিফিকেট, চোখে স্বপ্ন, কিন্তু বাস্তবতার কঠিন মাটিতে পা রাখার আগেই থমকে যাচ্ছে শত শত সম্ভাবনাময় জীবন। কারণ, তাদের একাডেমিক শিক্ষা আছে ঠিকই, কিন্তু নেই বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা। এই শিক্ষিত বেকারত্বের অভিশাপ যখন সমাজের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে, তখন সেই নীরবতাকে ভেঙে একটি বিপ্লবের ডাক দিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন। তারা ঘোষণা করেছে, এখন থেকে শুধু স্বপ্ন নয়, বরং দক্ষতা অর্জনের পথ দেখাবে তারা। আর সেই বিপ্লবের প্রথম ধাপ হিসেবেই শুরু হচ্ছে ‘যুব দক্ষতা উন্নয়ন কর্মশালা’।

এই কর্মশালা একটি ধারাবাহিক কর্মসূচি, যার প্রথম ধাপে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের শিক্ষাব্যবস্থার সেই ফাঁকটুকু পূরণ করা, যা তরুণদের শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করছে।

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, “আমাদের যুব সমাজকে শুধু স্বপ্ন দেখালে হবে না, তাদের হাতে প্রয়োজনীয় দক্ষতাও তুলে দিতে হবে। আমরা এমন একটি ধারাবাহিক কর্মসূচি শুরু করেছি, যার মাধ্যমে ধাপে ধাপে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। বেসিক কম্পিউটার ট্রেনিং দিয়ে আমরা এর শুরু করছি, কারণ ডিজিটাল যুগে এর কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষিত হয়েও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অসংখ্য তরুণ, আর ‘শিক্ষিত বেকার’ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা এই বাস্তবতাকে সামনে রেখেছি এবং এই সমস্যার সমাধানে কিছু করার চেষ্টা করছি।”

যুব ফেডারেশনের সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, “আমাদের তরুণদের একটি বড় অংশ শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকে। তাদের কাছে প্রয়োজনীয় দক্ষতা না থাকায় তারা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। আমরা চাই, এই কর্মশালার মাধ্যমে তারা নিজেদেরকে দক্ষ করে তুলুক এবং স্বনির্ভর হতে শিখুক। আমাদের এই উদ্যোগ বেকারত্ব কমাতে কিছুটা হলেও অবদান রাখবে বলে আমরা আশা করি।”

এই কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক তরুণদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের সনদও প্রদান করা হবে। এই ব্যতিক্রমী এবং সময়োপযোগী উদ্যোগ স্থানীয় যুব সমাজের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কর্ম দক্ষতা বৃদ্ধিতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ঘোষণা

Update Time : 04:24:02 am, Saturday, 20 September 2025

নিজস্ব প্রতিনিধিঃ কর্ম দক্ষতা বাড়াতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ঘোষণা নারায়নগঞ্জ যুব ফেডারেশনের। নীরব মহামারী যেন আমাদের যুব সমাজকে গ্রাস করছে। হাতে সার্টিফিকেট, চোখে স্বপ্ন, কিন্তু বাস্তবতার কঠিন মাটিতে পা রাখার আগেই থমকে যাচ্ছে শত শত সম্ভাবনাময় জীবন। কারণ, তাদের একাডেমিক শিক্ষা আছে ঠিকই, কিন্তু নেই বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা। এই শিক্ষিত বেকারত্বের অভিশাপ যখন সমাজের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে, তখন সেই নীরবতাকে ভেঙে একটি বিপ্লবের ডাক দিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন। তারা ঘোষণা করেছে, এখন থেকে শুধু স্বপ্ন নয়, বরং দক্ষতা অর্জনের পথ দেখাবে তারা। আর সেই বিপ্লবের প্রথম ধাপ হিসেবেই শুরু হচ্ছে ‘যুব দক্ষতা উন্নয়ন কর্মশালা’।

এই কর্মশালা একটি ধারাবাহিক কর্মসূচি, যার প্রথম ধাপে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের শিক্ষাব্যবস্থার সেই ফাঁকটুকু পূরণ করা, যা তরুণদের শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করছে।

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, “আমাদের যুব সমাজকে শুধু স্বপ্ন দেখালে হবে না, তাদের হাতে প্রয়োজনীয় দক্ষতাও তুলে দিতে হবে। আমরা এমন একটি ধারাবাহিক কর্মসূচি শুরু করেছি, যার মাধ্যমে ধাপে ধাপে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। বেসিক কম্পিউটার ট্রেনিং দিয়ে আমরা এর শুরু করছি, কারণ ডিজিটাল যুগে এর কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষিত হয়েও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অসংখ্য তরুণ, আর ‘শিক্ষিত বেকার’ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা এই বাস্তবতাকে সামনে রেখেছি এবং এই সমস্যার সমাধানে কিছু করার চেষ্টা করছি।”

যুব ফেডারেশনের সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, “আমাদের তরুণদের একটি বড় অংশ শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকে। তাদের কাছে প্রয়োজনীয় দক্ষতা না থাকায় তারা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। আমরা চাই, এই কর্মশালার মাধ্যমে তারা নিজেদেরকে দক্ষ করে তুলুক এবং স্বনির্ভর হতে শিখুক। আমাদের এই উদ্যোগ বেকারত্ব কমাতে কিছুটা হলেও অবদান রাখবে বলে আমরা আশা করি।”

এই কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক তরুণদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের সনদও প্রদান করা হবে। এই ব্যতিক্রমী এবং সময়োপযোগী উদ্যোগ স্থানীয় যুব সমাজের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।