Dhaka 7:13 am, Friday, 7 November 2025

কালীরবাজারে অগ্নিকান্ডের ঘটনা

  • Reporter Name
  • Update Time : 10:10:00 am, Monday, 7 October 2024
  • 166 Time View

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের কালীবাজারের মসলাপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩০ টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রবিবার রাত প্রায় ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর মুহূর্তেই দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। এই সময় আশেপাশের এলাকার আগুনের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১টি প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা যায়।  আগুন দ্রুতই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানায়, “বাজারের এক নম্বর গলিতে প্রথমে একটি মশলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।” আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত প্রায় ৫।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কালীরবাজারে অগ্নিকান্ডের ঘটনা

Update Time : 10:10:00 am, Monday, 7 October 2024

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের কালীবাজারের মসলাপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩০ টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রবিবার রাত প্রায় ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর মুহূর্তেই দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। এই সময় আশেপাশের এলাকার আগুনের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১টি প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা যায়।  আগুন দ্রুতই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানায়, “বাজারের এক নম্বর গলিতে প্রথমে একটি মশলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।” আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত প্রায় ৫।