Dhaka 10:58 pm, Wednesday, 12 November 2025

ক্ষমতার দাপটে আইনজীবীকে প্রান নাশের হুমকি ও জোড়পুর্বক দোকানে তালা, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : 05:46:12 pm, Wednesday, 17 September 2025
  • 82 Time View

 

আবু সালাম : নারায়ণগঞ্জ জজ কোর্ট ও সুপ্রিম কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট মনিরা জামানকে প্রাণনাশের হুমকি ও তার মালিকারধীন দোকানে জোড়পুরবক তালা মেরে দেয়ার অভিযোগ উঠেছে সুমন নামে কথিত বিএনপির নেতার বিরুদ্ধে। সুমন বিএনপির নাম ভাঙ্গিয়ে অ্যাডভোকেট মনিরা জামানের মালিকানাধীন দোকান পাটে ভাড়া উঠিয়ে নেয়া সহ মনিরা জামানকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে।
এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় অ্যাডভোকেট মনিরা জামান বাদী হয়ে সাধারন ডায়েরি করেছে। যার নাম্বার ৫০৪। তারপরও কথিত বিএনপি নেতা সুমন ও তার অনুসারীদের কাছ রেহাই পাচ্ছেন না মনিরা জামান ও অসহায় দোকানদার, নানাভাবে সুমন ও আকরাম হুমকি ধমকি দেয়াচ্ছে ও চাদা দাবী করছে।

এডভোকেট মনিরা জামান (৪৩), পিতা- এম এ মালেক, সাং- ৭/১ শেরে বাংলা রোড মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ফতুল্লা থানায় হাজির হইয়া বিবাদী ১। সুমন (৪০), পিতা- মৃত তাইজ উদ্দিন, সাং- হাবিবা মঞ্জিল এর নিচ তলা মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ২। রিপন (৪০), পিতা- অজ্ঞাত, সাং- শেরে বাংলা রোড মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনদের বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরী করে। জিডি নং: ৫০৪ তারিখ ০৬/০৯/২০২৫ইং।

জিডি সুত্রে: আমার মামাতো ভাই রিয়াজুল ইসলাম এর বিরুদ্ধে ইয়াকুব আলী (মাইলাইফ সমবায় সমিতির মালিক) বাদী হইয়া নারায়ণগঞ্জ বিজ্ঞ ৪র্থ দায়রা জজ আদালতে একটি মামলা করিয়াছে। যাহার মামলা নং- দায়রা ১৮৪/২৪ চলমান রহিয়াছে। বিগত মাস খানেক আগে বাদী ইয়াকুব আলী মারা যাওয়ার পর তাহার আপন ছোট ভাই সুমন, রিয়াজুল ইসলামকে হুমকি দেয় যে, তোর বোন মনিরা জামান আমার ভাইয়ের সমিতির টাকা না দিলে তোদের দোকান সহ ভাড়াটিয়াদের নিকট হইতে টাকা নিয়া যাইবো এবং সিহাবকে উঠাইয়া নিয়া গেলে তুই আর তোর বোন আমাদের সাথে বসবি বলিয়া হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ইং-০৫/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীদ্বয় সহ অজ্ঞাত নামা আরো ২০/২৫ জন বিবাদীরা আমার উল্লেখিত ঠিকানার বাসার নিচে দোকানে আসিয়া ভাড়াটিয়াদের বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকি প্রদান করত: হোটেল মালিক রেজাউল করিম (৫৮) কে অকথ্য ভাষায় গালিগালাজ করত: বুকের মধ্যে স্বজোরে লাথি মারে ও মুদি দোকান মুসা এর নিকট হইতে ৪০০০/- (চার হাজার) টাকা এবং দুইটি দোকানের চাবী নিয়া বলে যে, দেখবো তোদের কোন বাপ আছে দোকান খুলে দেয়। দোকান খুলিলে তোদের চিরতরে শেষ করিয়া ফেলিবো মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। উল্লেখিত ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে।

অ্যাডভোকেট মনিরা জামান বলেন, পুলিশের উপস্থিতি দোকান খুলে দিলেও তারা প্রতিনিয়ত আমাদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সুমন ও আকরাম আমাদেরকে নানাভাবে নির্যাতন নীপিড়ন করে যাচ্ছে। আমি আমার ও আমার পরিবারের প্রাণনাশের শঙ্কায় আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্ষমতার দাপটে আইনজীবীকে প্রান নাশের হুমকি ও জোড়পুর্বক দোকানে তালা, থানায় জিডি

Update Time : 05:46:12 pm, Wednesday, 17 September 2025

 

আবু সালাম : নারায়ণগঞ্জ জজ কোর্ট ও সুপ্রিম কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট মনিরা জামানকে প্রাণনাশের হুমকি ও তার মালিকারধীন দোকানে জোড়পুরবক তালা মেরে দেয়ার অভিযোগ উঠেছে সুমন নামে কথিত বিএনপির নেতার বিরুদ্ধে। সুমন বিএনপির নাম ভাঙ্গিয়ে অ্যাডভোকেট মনিরা জামানের মালিকানাধীন দোকান পাটে ভাড়া উঠিয়ে নেয়া সহ মনিরা জামানকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে।
এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় অ্যাডভোকেট মনিরা জামান বাদী হয়ে সাধারন ডায়েরি করেছে। যার নাম্বার ৫০৪। তারপরও কথিত বিএনপি নেতা সুমন ও তার অনুসারীদের কাছ রেহাই পাচ্ছেন না মনিরা জামান ও অসহায় দোকানদার, নানাভাবে সুমন ও আকরাম হুমকি ধমকি দেয়াচ্ছে ও চাদা দাবী করছে।

এডভোকেট মনিরা জামান (৪৩), পিতা- এম এ মালেক, সাং- ৭/১ শেরে বাংলা রোড মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ফতুল্লা থানায় হাজির হইয়া বিবাদী ১। সুমন (৪০), পিতা- মৃত তাইজ উদ্দিন, সাং- হাবিবা মঞ্জিল এর নিচ তলা মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ২। রিপন (৪০), পিতা- অজ্ঞাত, সাং- শেরে বাংলা রোড মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনদের বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরী করে। জিডি নং: ৫০৪ তারিখ ০৬/০৯/২০২৫ইং।

জিডি সুত্রে: আমার মামাতো ভাই রিয়াজুল ইসলাম এর বিরুদ্ধে ইয়াকুব আলী (মাইলাইফ সমবায় সমিতির মালিক) বাদী হইয়া নারায়ণগঞ্জ বিজ্ঞ ৪র্থ দায়রা জজ আদালতে একটি মামলা করিয়াছে। যাহার মামলা নং- দায়রা ১৮৪/২৪ চলমান রহিয়াছে। বিগত মাস খানেক আগে বাদী ইয়াকুব আলী মারা যাওয়ার পর তাহার আপন ছোট ভাই সুমন, রিয়াজুল ইসলামকে হুমকি দেয় যে, তোর বোন মনিরা জামান আমার ভাইয়ের সমিতির টাকা না দিলে তোদের দোকান সহ ভাড়াটিয়াদের নিকট হইতে টাকা নিয়া যাইবো এবং সিহাবকে উঠাইয়া নিয়া গেলে তুই আর তোর বোন আমাদের সাথে বসবি বলিয়া হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ইং-০৫/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীদ্বয় সহ অজ্ঞাত নামা আরো ২০/২৫ জন বিবাদীরা আমার উল্লেখিত ঠিকানার বাসার নিচে দোকানে আসিয়া ভাড়াটিয়াদের বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকি প্রদান করত: হোটেল মালিক রেজাউল করিম (৫৮) কে অকথ্য ভাষায় গালিগালাজ করত: বুকের মধ্যে স্বজোরে লাথি মারে ও মুদি দোকান মুসা এর নিকট হইতে ৪০০০/- (চার হাজার) টাকা এবং দুইটি দোকানের চাবী নিয়া বলে যে, দেখবো তোদের কোন বাপ আছে দোকান খুলে দেয়। দোকান খুলিলে তোদের চিরতরে শেষ করিয়া ফেলিবো মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। উল্লেখিত ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে।

অ্যাডভোকেট মনিরা জামান বলেন, পুলিশের উপস্থিতি দোকান খুলে দিলেও তারা প্রতিনিয়ত আমাদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সুমন ও আকরাম আমাদেরকে নানাভাবে নির্যাতন নীপিড়ন করে যাচ্ছে। আমি আমার ও আমার পরিবারের প্রাণনাশের শঙ্কায় আছি।