
নিজস্ব প্রতিনিধি : খুনিকে পরিচয় করাতে ফেসবুকে স্টাটাস, মামলা করে তাদের কিছু করা যাবে না, তবে ফেসবুকে দিয়ে তাদের চিহ্নিত করা যাবে বলে স্টাটাসের মুল উদ্দ্যেশ্য।
এই আফার ছেলেই নাকি ম দ খেয়ে গাড়ি চালিয়ে বুয়েট এর ছাত্র কে মে / রে ফেলছে। আফা নাকি বলছেন তার ছেলের ছবি যাতে পোস্ট না দেয়া হয় কারণ তার ছেলের ভবিষ্যত আছে….
আফা দেখতে যতটা সুন্দর মন টা ততটাই “কুৎসিত”।
সেদিন রাতে মাতাল অবস্থায় এক ব্রিগেডিয়ারের ছেলে গাড়ি চাপা দিয়ে বুয়েটের এক ছাত্রকে মে*রে ফেলে। এছাড়াও দুইজনের অবস্থা গুরুতর। এদিকে অপরাধীর মা বলেছে, “মামলা করলে করো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার ছেলের ছবি দিও না। ওর ক্যারিয়ার নষ্ট হবে৷”
আমি দিলাম অপ*রাধীর ছবি। আপনারাও দেন। এরা ক্ষমতার জোরে মামলা থেকে রেহাই পাবে জানে। কিন্তু জনতার কাছে চিহ্নিত থাকুক।
Reporter Name 








