
নিজস্ব প্রতিনিধিঃ চাষারার শহিদ মিনারের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য নারায়নগঞ্জ জেলা প্রশাসককে পত্র প্রেরন করেছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ।
২৯ সেপ্টেমবর সকালে নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই পত্র রিসিভ করানো হয়। সাবেক জেলা প্রশাসক মঞ্জুর হাফিজ থাকাকালীন সময়েও পত্র প্রেরন করা হয়েছে কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালেও অনেক সংবাদ করা হয়েছে কিন্তু নারায়নগঞ্জের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, এসপি, থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
সংবাদের কিছু শিরোনাম তোলে ধরা হলঃ চাষাড়া শহীদ মিনার এখন পার্কিং জোন !- প্রেস নারায়নগঞ্জ, তিন কলেজের ক্যাস্পাস হয়ে উঠেছে চাষাড়া শহীদ মিনার -উজ্জীবিত বাংলাদেশ, তরুণ-তরুণীদের আড্ডার কেন্দ্র চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার, বেদিতে প্রকাশ্যে ধূমপান-ঢাকা টাইমস, কিশোরগ্যাং, ছিনতাইকারী ও পতিতাদের দখলে চাষাড়া শহীদ মিনার- সকাল নারায়নগঞ্জ, অযত্নে-অবহেলায় নারায়ণগঞ্জ শহীদ মিনার, জুতা পায়ে বেদীতে আড্ডা-ডেইলি সময়ের আলো, জুতা পায়ে কেন শহীদ মিনারের বেদিতে?- বাংলা ট্রাইবুন শহীদ মিনার পার্ক নয়- সংবাদ চর্চা, শহীদ মিনার কাপড়ে ঢেকে বেদিতে মঞ্চ, জুতা পায়ে এমপিসহ অতিথিরা-ডেইলি স্টার বাংলা, জুতা পায়ে শহীদ মিনারে আড্ডা চলে খুব, জমে ময়লার স্তূপ- বাংলা ট্রিবুন, চাষাড়া শহীদ মিনার, বহুমুখী ব্যবহারে হাজার প্রাণের মিলনস্থল-নারায়ণগঞ্জ সংবাদ।
তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি মেয়রের সাথে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি কয়েক দফা এ বিষয়ে কথা বলেও, আশ্বাস দিয়েও কেউ কোন ব্যবস্থা নেয়নি। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের পত্রটি হুবহুব তোলে ধরা হলঃ
আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতুহু। আশা করি ভাল আছেন। নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারসহ পুরা চাষাড়ার রক্ষা করার জন্য আহবান করছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। ফুচকা, চটপটির দোকান, মটর সাইকেলের অবাধ পার্কিং, শহিদ মিনারের উপরে জুতা পায়ে হাটাহাটি, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে প্রতিনিয়ত, এক কথায় শহীদ মিনার যেন বাজার ও পার্কে পরিনত হয়ে গেছে। শহিদ মিনারের চার পাশে মানুষের চলার পথ রুদ্র করে হকারদের দোকান বন্ধ করে পরিবেশ বান্ধব নারায়ণগঞ্জ গড়ার জন্য জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি চাষাড়াসহ সমগ্র নারায়নগঞ্জের পরিবেশ রক্ষা করার আহবান জানাচ্ছে। হকারদের ফেলানো আবর্জনা ড্রেনে ডুকে পানি নিঃস্কাশন বন্ধ হয়ে বৃষ্টির সময় কৃত্তিম
বন্যা হয়, তাতে মানুষ চরম ভোগান্তির শিকার হয় ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।হকার উচ্ছেদ করে চারপাশ পরিস্কার করলেই ভাল পরিবেশ ফিরে আসবে। আপনি ইতিমধ্যে অক্লান্ত পরিশ্রম করছেন নারায়ণগঞ্জবাসীর জন্য এবং নারায়ণগঞ্জকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছেন। আপনার পরিশ্রম বাস্তবায়নে আমরা জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি আপনার পাশে আছি এবং থাকব। পজেটিভে নারায়ণগঞ্জ ও পরিবেশ বান্ধব নারায়ণগঞ্জ গড়ার কাজে আমাদের পাশে পাবেন সর্বদা ইনশাল্লাহ। দুর্নীতি ও ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সংগঠন সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জে কাজ করছে। ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে কাজ করার জন্য আপনার সহযোগিতা কামনা করছি।আপনার মঙ্গল কামনায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও এস এস মিডিয়া সেন্টার পরিবার।
Reporter Name 








