Dhaka 6:06 am, Friday, 7 November 2025

চুরি আবার সিনা জুরি দেখিয়ে হুমকি, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 07:47:26 am, Saturday, 12 July 2025
  • 138 Time View

সোনারগাঁ প্রতিনিধিঃ নারী কেলেঙ্কারী মাজহারুলের প্ররোচনায় কালবেলার সোনারগা প্রতিনিধি রোবেল মিয়া অশুভাচরন ও হুমকি দিয়েছে সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদকে। সদ্য চাদাবাজির মামলায় জেল থেকে বের হয়ে সাংবাদিক, সংগঠক ও ব্যবসায়ীকে হুমকি ও হেয় প্রতিপন্ন করায় ১১/০৭/২৫ ইং তারিখে সোনারগাঁ থানায় জিডি করতে গেলে ডিউটি অফিসার অভিযোগ হিসাবে রিসিভ করে।

১০ জুলাই বৃহস্প্রতিবার রাতে রোবেল মিয়া তার ফেইসবুক মেসেঞ্জার RUBEL KHAN থেকে JOURNALIST SULTAN MAHMUD এর মেসেঞ্জারে হেয় প্রতিপন্ন করে মন্তব্য করে সম্মানহানী করেছে। চাদাবাজির সংবাদ প্রকাশের জেড় ধরে রোবেল মিয়া তার ঘনষ্ঠজন মাজহারুলের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছে বলে জানায় সাংবাদিক সুলতান মাহমুদ।

১২ জুলাই শনিবার অভিযোগের অনুলিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে দেওয়া হয়েছে। রোবেল জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা ও ফ্যাসীবাদ আওয়ামীলীগের সাথে আতাত করে অর্থ ভিত্তের মালিক বনেছে বলে এলাকাবাসী জানায়। বর্তমানের বিএনপির দলে ভিরে করছে চাদাবাজি আর সন্ত্রাসী।

একটা স্কুল শিক্ষক টিউশনি করে সংসারের খরচ চালিয়ে কিভাবে দামী দামী মোবাইল, পোষাক, ব্যয়বহুল চলাফেরা করে। শিক্ষকতা ও টিউশনি করার পর কখন করে সে সাংবাদিকতা?? প্রশ্ন জনমনে। চাদাবাজি, সন্তাসী, ব্লামেইলিং, সরকারি অফিসের দালালি, রাজনৈতিক নেতাদের ব্যবহার করে, কালবেলার নাম ভাঙ্গিয়ে চলছে মহারাজ রোবেল মিয়া। তার মেসেজ গুলি হুবহুব তোলে ধরা হলঃ

“এই মিয়া আপনি আমাকে কতোটুকু জানেন বা চিনেন। একটা কথা বলি সোনারগাঁ এসে দেখে যান আমি কেমন আর কিধরণের সাংবাদিক। আপনাদের মতো ফকিন্নি না বা দুইটাকার লোভে পরে মিথ্যা নিউজ করি না৷ আমাকে গ্রেফতার করে কে বা কেনো তার তথ্য কার কাছ থেকে নিছেন? অথোনেটিক নিউজ করেন ভাই। আমি দীর্ঘ ১০ বছর ধরে নিজের নীতি আদর্শ বজায় রেখে সততার সহিত সাংবাদিকতা করে আসছি৷ আপনাদের মতো ভিক্ষাবৃত্তি করে নয়। আর হে জেনে খুশি হবেন যে বাদী নিজেই তার ভূল স্বীকার করে মামলা তুলে নিয়েয়েছেন৷ যেখানে সবাই মুক্তি পেয়েছি। সত্য সব সময় সত্যই হয় যতই চেষ্টা করুন মিথ্যে বানানো যায় না”

রোবেল আরো লিখে,”আরে ভাই আপনি যে নিউজ করেছেন একবার কাকে নিয়ে করেছেন ভেবে করেছেন তো?? আপনি সিনিয়র তাই সম্মান করলাম। কোনো নিউজ করার আগে সত্যতা যাচাই করে করবেন। আর আপনি কে আমার তা জানা বা বুঝার টাইম নাই। আমি আমার ধারায় সাংবাদিকতা করি। নেক্সট টাইম আমাকে মেসেজ কিংবা কোনো নিউজ পাঠাবেন না। আপনি যা মন চায় করেন।”

চাদাবাজ ও সন্তাসী রোবেল আরো বলে,”আপনি যে নিউজ করছেন তাতেই বুঝা যায় কে কামলা আর কে ধান্দা করে। মুখের ভাষা খারাপ করে যাদের জন্মের ঠিক নাই তারা৷ এর বেশি কিছু বললাম না। কারন কুত্তায় কামরাইয়া হাটুর নিচেই থাকে। বয়ষ্ক লোক। তাই সম্মান করলাম৷ বাকি টা দেখা হলে কোনো দিন সামনাসামনি বলবো। জমা রইলো। একদিন না একদিন দেখা হবে। ব্লক করে দিলাম। সময় নষ্ট করার মতো টাইম আমার নাই।”

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চুরি আবার সিনা জুরি দেখিয়ে হুমকি, থানায় অভিযোগ

Update Time : 07:47:26 am, Saturday, 12 July 2025

সোনারগাঁ প্রতিনিধিঃ নারী কেলেঙ্কারী মাজহারুলের প্ররোচনায় কালবেলার সোনারগা প্রতিনিধি রোবেল মিয়া অশুভাচরন ও হুমকি দিয়েছে সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদকে। সদ্য চাদাবাজির মামলায় জেল থেকে বের হয়ে সাংবাদিক, সংগঠক ও ব্যবসায়ীকে হুমকি ও হেয় প্রতিপন্ন করায় ১১/০৭/২৫ ইং তারিখে সোনারগাঁ থানায় জিডি করতে গেলে ডিউটি অফিসার অভিযোগ হিসাবে রিসিভ করে।

১০ জুলাই বৃহস্প্রতিবার রাতে রোবেল মিয়া তার ফেইসবুক মেসেঞ্জার RUBEL KHAN থেকে JOURNALIST SULTAN MAHMUD এর মেসেঞ্জারে হেয় প্রতিপন্ন করে মন্তব্য করে সম্মানহানী করেছে। চাদাবাজির সংবাদ প্রকাশের জেড় ধরে রোবেল মিয়া তার ঘনষ্ঠজন মাজহারুলের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছে বলে জানায় সাংবাদিক সুলতান মাহমুদ।

১২ জুলাই শনিবার অভিযোগের অনুলিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে দেওয়া হয়েছে। রোবেল জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা ও ফ্যাসীবাদ আওয়ামীলীগের সাথে আতাত করে অর্থ ভিত্তের মালিক বনেছে বলে এলাকাবাসী জানায়। বর্তমানের বিএনপির দলে ভিরে করছে চাদাবাজি আর সন্ত্রাসী।

একটা স্কুল শিক্ষক টিউশনি করে সংসারের খরচ চালিয়ে কিভাবে দামী দামী মোবাইল, পোষাক, ব্যয়বহুল চলাফেরা করে। শিক্ষকতা ও টিউশনি করার পর কখন করে সে সাংবাদিকতা?? প্রশ্ন জনমনে। চাদাবাজি, সন্তাসী, ব্লামেইলিং, সরকারি অফিসের দালালি, রাজনৈতিক নেতাদের ব্যবহার করে, কালবেলার নাম ভাঙ্গিয়ে চলছে মহারাজ রোবেল মিয়া। তার মেসেজ গুলি হুবহুব তোলে ধরা হলঃ

“এই মিয়া আপনি আমাকে কতোটুকু জানেন বা চিনেন। একটা কথা বলি সোনারগাঁ এসে দেখে যান আমি কেমন আর কিধরণের সাংবাদিক। আপনাদের মতো ফকিন্নি না বা দুইটাকার লোভে পরে মিথ্যা নিউজ করি না৷ আমাকে গ্রেফতার করে কে বা কেনো তার তথ্য কার কাছ থেকে নিছেন? অথোনেটিক নিউজ করেন ভাই। আমি দীর্ঘ ১০ বছর ধরে নিজের নীতি আদর্শ বজায় রেখে সততার সহিত সাংবাদিকতা করে আসছি৷ আপনাদের মতো ভিক্ষাবৃত্তি করে নয়। আর হে জেনে খুশি হবেন যে বাদী নিজেই তার ভূল স্বীকার করে মামলা তুলে নিয়েয়েছেন৷ যেখানে সবাই মুক্তি পেয়েছি। সত্য সব সময় সত্যই হয় যতই চেষ্টা করুন মিথ্যে বানানো যায় না”

রোবেল আরো লিখে,”আরে ভাই আপনি যে নিউজ করেছেন একবার কাকে নিয়ে করেছেন ভেবে করেছেন তো?? আপনি সিনিয়র তাই সম্মান করলাম। কোনো নিউজ করার আগে সত্যতা যাচাই করে করবেন। আর আপনি কে আমার তা জানা বা বুঝার টাইম নাই। আমি আমার ধারায় সাংবাদিকতা করি। নেক্সট টাইম আমাকে মেসেজ কিংবা কোনো নিউজ পাঠাবেন না। আপনি যা মন চায় করেন।”

চাদাবাজ ও সন্তাসী রোবেল আরো বলে,”আপনি যে নিউজ করছেন তাতেই বুঝা যায় কে কামলা আর কে ধান্দা করে। মুখের ভাষা খারাপ করে যাদের জন্মের ঠিক নাই তারা৷ এর বেশি কিছু বললাম না। কারন কুত্তায় কামরাইয়া হাটুর নিচেই থাকে। বয়ষ্ক লোক। তাই সম্মান করলাম৷ বাকি টা দেখা হলে কোনো দিন সামনাসামনি বলবো। জমা রইলো। একদিন না একদিন দেখা হবে। ব্লক করে দিলাম। সময় নষ্ট করার মতো টাইম আমার নাই।”