
নিজস্ব প্রতিনিধি : সোনারগাঁওয়ে উচ্ছেদ অভিযানে অলৌকিকভাবে বোল ড্রোজারের থাবা থেকে বেঁচে গেল মিঠাই সুইটস এন্ড বেকারী। আশেপাশ ভাঙতে সক্ষম হলেও বোল ড্রোজার মিঠাইকে ভাঙতে সক্ষম হয়নি। রাজনৈতিক প্রভাব আর টাকার কাছে নত হয়েছে স্থানীয় প্রশাসন। মিষ্টি সহ পাশের দোকান মধুবন, লক্ষ লক্ষ টাকার ওষুধসহ আশা ফার্মেসি, মালামাল সহ হাজী বিরানি, জুতা সহ জুতার দোকান, ফল সহ ফলের দোকান এছাড়া অন্য সব দোকান মালামাল সকল বোল ড্রোজার ভাঙতে সক্ষম হলেও মিঠাই কেন পারল না। কারন চাদা বাজ ও হাইব্রীড দালালের ক্কমতায়।
তাহলে এখানেও কি বোল ড্রোজার বৈষম্য সৃষ্টি করছে? প্রশ্ন রইল সোনারগাঁবাসীর কাছে? টাকা যার ক্ক্ষমতা তার , ইউএনও সোনারগাঁও কে কল করে পাওয়া যায় নি।
#টাকার #followerseveryonehighlights #everyoneシ゚
Reporter Name 








