
নিজস্ব প্রতিনিধি : তদন্ত ছাড়াই একজন ব্যবসায়ী, সংগঠনক ও সাংবাদিকের নামে মিথ্যা মামলা, ওসি বলল উপরের নির্দেশে নিয়েছে। এটা এনসিপি’র পাওয়ারে ক্ষমতায় করা হয়েছে বলে জানা যায়। কারো কাছে নাহিদ, সারজিস, হাসনাত আব্দুল্লার নাম্বার থাকলে, দিয়ে সহায়তা করুন। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই এত ক্ষমতা পেল কোথায়??? তারা কি নারায়নগঞ্জ জেলায় লেডি গুন্ডা বানাচ্ছে??? জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে অভিভাবক না থাকলে তারা কি জয়ী হতে পারত?? হাসনাত – সারজিত – নাহিদ জবাব দিন।
তথ্যসূত্রে: আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী মাকসুদের মেয়ে বাদী হয়ে এনসিপি’র ক্ষমতা ও দাপটে ফতুল্লা থানায় মামলা করে। যা তদন্ত ছাড়া উপরের নির্দেশে মামলা নিয়ে বলে জাবায় ওসি শরীফুল ইসলাম। ওসি আরো বলে, আপনি কোর্ট থেকে জামিন নিন, আমি ব্যাপারটি দেখব।
মামলা আইও এস আই আশরাফুল ইসলাম সাংবাদিকের সাথে অশুভাচরন করে, মামলার নাম্বারটি পর্যন্ত দেয়নি এস আই আশরাফুল। তার আচরনে বুঝা যায় সে সুবিধাবাদী এস আই।
ঘটনাটি নারায়নগঞ্জের এসপি প্রত্যুষ কুমারকে জানালে তিনি বলেন, ওসি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত উর্ধতন কর্মকর্তা।
ঢাকা রেঞ্জ ডি আইজিকে তার অফিসে গিয়ে ও কল করে পাওতা যায়নি।
Reporter Name 








