Dhaka 10:43 pm, Wednesday, 12 November 2025

দুর্নীতিবাজ এস আই সাফি বহাল তবিয়তে

  • Reporter Name
  • Update Time : 07:01:22 pm, Thursday, 26 September 2024
  • 243 Time View

নিজস্ব প্রতিনিধিঃ নারায়নগঞ্জের ডিবির এস আই সাফি বে-পরোয়ারা, তার অপকর্ম রুখবে কে? নীরব ভুমিকায় আছে এসপি। পুলিশ প্রশাসনে অভিযোগ করে ভুক্তভোগীরা বিচার পাচ্ছে না বলে জানা যায়। একজন সাংবাদিক ও ব্যবসায়ী হয়েও সাফির বিরুদ্ধে অভিযোগ করে বিচার পাচ্ছে না, বহাল তবিয়তে ও অনৈতিক সুবিধা দিয়ে ঝুলিয়ে রাখছে বিচার। অনেকে তার ভয়ে অভিযোগ করতে পারছেনা, মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে অপদস্থ করে ফায়দা নেয় এই দুর্নীতিবাজ এস সাফি। অনেকে বলে এসপি’র সাথে দহরম মহরম সম্পর্ক রয়েছে সাফির। এই কারনে ঘুরে ফিরে নারায়নগঞ্জ থাকছে সাফি, কি মধু নারায়ণগঞ্জে?? বহাল তবিয়তে ডিবি থেকে রুপগঞ্জ থানায় পোস্টিং নিয়েছে এই দুর্নীতিবাজ এস আই সাফি। নারায়নগঞ্জ ডিবি পুলিশের এস আই শফিউদ্দিন সাফির ধান্দার শেষ নেই। মানুষকে মিথ্যা মামলায় ফাসিয়ে তাদের স্বজনদের সাথে দরকষাকষি করে ধান্দা করতে দেখা যায়।

ধান্দাবাজ এস আই সাফির অত্যাচারে অতিষ্ঠ সাংবাদিকসহ ব্যবসায়ী ও সাধারন মানুষ। নাম্বার প্লেট বিহীন হায়েজ গাড়ী ব্যবহার করে নারায়ণগঞ্জ চড়ে বেরায় দুর্নীতিবাজ ডিবির এস আই সাফি। চাষাড়ার মোড়ে বিভিন্ন স্পটে দেখা যায় সাফির নাম্বার প্লেট বিহীন গাড়ীটি। মাদক ব্যবসায়ী, পকেট মার, ছিনতাই কারী, ইভটিজিং কারী ও হকারদের কাছ থাকে হাফতা নিচ্ছে বলে জানা যায়।

বন্দর আমিন এলাকার কবির হোসানের ভাড়াটিয়া নজরুলের বাসার তালা ভেংগে সব কিছু লুট করে, এসপির অভিযোগ করেও কোন ফলাফল পায়নি ভুক্তভোগী নজরুল। রাত ৩ টায় তালা ভেঙ্গে ঘরে খালি ডুকে টাকা পয়সা ও জিনিস্পত্র নিয়ে আসে এস আই সাফি। সাফি ভয় দেখিয়ে মামলা করতে দেয়নি দেওভোগের এক ভক্তভোগিকে।

ডিবি পুলিশের গাড়িতে আটকিয়ে সাংবাদিক মিঠু আহমেদকে মানসিক নির্যাতন ও মিথ্যা মামলার হুমকি দিয়েছে ডিবি’র এস আই সফিউদ্দিন সাফি। এই হুমকি ও নির্যাতনের তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

মিথ্যা মামলায় সাংবাদিককে ফাসানোর চেষ্ঠায় ডিবির এস আই সফিউদ্দীন সাফি। দপ্তর বার্তার সম্পাদক ও অপরাধ বিচিত্রার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক সুলতান মাহমুদকে আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অপচেষ্ঠা করছে ডিবির এস আই সাফি। দপ্তর বার্তার নারায়ণগঞ্জ প্রতিনিধিকে কল করে হুমকি দিচ্ছে ঠিকানার জন্য এবং কই থাকেন সাংবাদিক সুলতান মাহমুদ। ডিবির এস আই সাফির অনৈতিক সুবিধা ও অপকর্মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সুলতান মাহমুদকে মিথ্যা মামলায় হয়রানির জন্য চেষ্ঠা করছে। ঠিকানা না দেওয়ায় দপ্তর বার্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি মিঠু আহমেদকে ডিবির এস আই সাফি ডেকে নিয়ে তার গাড়িতে কয়েক ঘন্টা আটকিয়ে মানসিক নির্যাতন করে। সাংবাদিক মিঠুর সাথে এস আই সাফি আশুভ আচরন করে। হুমকি ধমকি দিয়ে কথা বলে, মিথ্যা মামলায় ফাসিয়ে জীবন তছনছ করে দিবে যদি সুলতান মাহমুদের ঠিকানা না দেয়।

এব্যাপারে বিচারের অগ্রগতি জানার জন্য পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ও এস আই সাফির বিচারের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগরকে কল করে পাওয়া যাচ্ছে না।

পুলিশ সুপার ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ভুক্তভোগিদের আবেদন দুর্নীতিবাজ সাফির বিচার করুন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দুর্নীতিবাজ এস আই সাফি বহাল তবিয়তে

Update Time : 07:01:22 pm, Thursday, 26 September 2024

নিজস্ব প্রতিনিধিঃ নারায়নগঞ্জের ডিবির এস আই সাফি বে-পরোয়ারা, তার অপকর্ম রুখবে কে? নীরব ভুমিকায় আছে এসপি। পুলিশ প্রশাসনে অভিযোগ করে ভুক্তভোগীরা বিচার পাচ্ছে না বলে জানা যায়। একজন সাংবাদিক ও ব্যবসায়ী হয়েও সাফির বিরুদ্ধে অভিযোগ করে বিচার পাচ্ছে না, বহাল তবিয়তে ও অনৈতিক সুবিধা দিয়ে ঝুলিয়ে রাখছে বিচার। অনেকে তার ভয়ে অভিযোগ করতে পারছেনা, মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে অপদস্থ করে ফায়দা নেয় এই দুর্নীতিবাজ এস সাফি। অনেকে বলে এসপি’র সাথে দহরম মহরম সম্পর্ক রয়েছে সাফির। এই কারনে ঘুরে ফিরে নারায়নগঞ্জ থাকছে সাফি, কি মধু নারায়ণগঞ্জে?? বহাল তবিয়তে ডিবি থেকে রুপগঞ্জ থানায় পোস্টিং নিয়েছে এই দুর্নীতিবাজ এস আই সাফি। নারায়নগঞ্জ ডিবি পুলিশের এস আই শফিউদ্দিন সাফির ধান্দার শেষ নেই। মানুষকে মিথ্যা মামলায় ফাসিয়ে তাদের স্বজনদের সাথে দরকষাকষি করে ধান্দা করতে দেখা যায়।

ধান্দাবাজ এস আই সাফির অত্যাচারে অতিষ্ঠ সাংবাদিকসহ ব্যবসায়ী ও সাধারন মানুষ। নাম্বার প্লেট বিহীন হায়েজ গাড়ী ব্যবহার করে নারায়ণগঞ্জ চড়ে বেরায় দুর্নীতিবাজ ডিবির এস আই সাফি। চাষাড়ার মোড়ে বিভিন্ন স্পটে দেখা যায় সাফির নাম্বার প্লেট বিহীন গাড়ীটি। মাদক ব্যবসায়ী, পকেট মার, ছিনতাই কারী, ইভটিজিং কারী ও হকারদের কাছ থাকে হাফতা নিচ্ছে বলে জানা যায়।

বন্দর আমিন এলাকার কবির হোসানের ভাড়াটিয়া নজরুলের বাসার তালা ভেংগে সব কিছু লুট করে, এসপির অভিযোগ করেও কোন ফলাফল পায়নি ভুক্তভোগী নজরুল। রাত ৩ টায় তালা ভেঙ্গে ঘরে খালি ডুকে টাকা পয়সা ও জিনিস্পত্র নিয়ে আসে এস আই সাফি। সাফি ভয় দেখিয়ে মামলা করতে দেয়নি দেওভোগের এক ভক্তভোগিকে।

ডিবি পুলিশের গাড়িতে আটকিয়ে সাংবাদিক মিঠু আহমেদকে মানসিক নির্যাতন ও মিথ্যা মামলার হুমকি দিয়েছে ডিবি’র এস আই সফিউদ্দিন সাফি। এই হুমকি ও নির্যাতনের তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

মিথ্যা মামলায় সাংবাদিককে ফাসানোর চেষ্ঠায় ডিবির এস আই সফিউদ্দীন সাফি। দপ্তর বার্তার সম্পাদক ও অপরাধ বিচিত্রার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক সুলতান মাহমুদকে আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অপচেষ্ঠা করছে ডিবির এস আই সাফি। দপ্তর বার্তার নারায়ণগঞ্জ প্রতিনিধিকে কল করে হুমকি দিচ্ছে ঠিকানার জন্য এবং কই থাকেন সাংবাদিক সুলতান মাহমুদ। ডিবির এস আই সাফির অনৈতিক সুবিধা ও অপকর্মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সুলতান মাহমুদকে মিথ্যা মামলায় হয়রানির জন্য চেষ্ঠা করছে। ঠিকানা না দেওয়ায় দপ্তর বার্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি মিঠু আহমেদকে ডিবির এস আই সাফি ডেকে নিয়ে তার গাড়িতে কয়েক ঘন্টা আটকিয়ে মানসিক নির্যাতন করে। সাংবাদিক মিঠুর সাথে এস আই সাফি আশুভ আচরন করে। হুমকি ধমকি দিয়ে কথা বলে, মিথ্যা মামলায় ফাসিয়ে জীবন তছনছ করে দিবে যদি সুলতান মাহমুদের ঠিকানা না দেয়।

এব্যাপারে বিচারের অগ্রগতি জানার জন্য পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ও এস আই সাফির বিচারের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগরকে কল করে পাওয়া যাচ্ছে না।

পুলিশ সুপার ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ভুক্তভোগিদের আবেদন দুর্নীতিবাজ সাফির বিচার করুন।