Dhaka 5:38 am, Friday, 7 November 2025

পৌরসভার আমিরের বাড়িতে চিঠি দিয়ে ডাকাতদের হুমকি

  • Reporter Name
  • Update Time : 01:18:10 pm, Wednesday, 2 April 2025
  • 137 Time View
  1. ময়নুল হোসেন: সোনারগাঁও পৌরসভায় সাবেক কমিশনারের বাড়িতে চিঠি দিয়ে হুমকি দিয়েছে ডাকাদল।

“আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু ১৫-০৪-২০২৫ তারিখে। কথাগুলো লিখে গত ১লা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ ভূইয়া সহ পাশাপাশি দুই বাড়িতে অজ্ঞাত ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে। এরই ধারাবাহিকতায় আবারো গত মঙ্গলবার (১লা এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত ডাকাতদল সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু” এই কথা লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রাখে। এই দৃশ্য দেখে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরবর্তীতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমানকে অবগত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূইয়া জানান, গত ১লা এপ্রিল অজ্ঞাত ডাকাতরা আমার বাড়িতে ও দলিল লিখক আঃ রউফের বাড়িতে ডাকাতি করবে এ কথা লিখে চিঠি রেখেগেছে। পরবর্তীতে আবারো গত মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ” এই কথা লিখে রাখে। এঘটনার পর আমরা পরিবার নিয়ে আতংকের মধ্যে আছি। তিনি আরও বলেন, আমাদের সাথে কারোর কোন শত্রুতা নেই, তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশির সাথে মামলা চলমান আছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ডাকাতি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পৌরসভার আমিরের বাড়িতে চিঠি দিয়ে ডাকাতদের হুমকি

Update Time : 01:18:10 pm, Wednesday, 2 April 2025
  1. ময়নুল হোসেন: সোনারগাঁও পৌরসভায় সাবেক কমিশনারের বাড়িতে চিঠি দিয়ে হুমকি দিয়েছে ডাকাদল।

“আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু ১৫-০৪-২০২৫ তারিখে। কথাগুলো লিখে গত ১লা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ ভূইয়া সহ পাশাপাশি দুই বাড়িতে অজ্ঞাত ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে। এরই ধারাবাহিকতায় আবারো গত মঙ্গলবার (১লা এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত ডাকাতদল সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু” এই কথা লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রাখে। এই দৃশ্য দেখে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরবর্তীতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমানকে অবগত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূইয়া জানান, গত ১লা এপ্রিল অজ্ঞাত ডাকাতরা আমার বাড়িতে ও দলিল লিখক আঃ রউফের বাড়িতে ডাকাতি করবে এ কথা লিখে চিঠি রেখেগেছে। পরবর্তীতে আবারো গত মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ” এই কথা লিখে রাখে। এঘটনার পর আমরা পরিবার নিয়ে আতংকের মধ্যে আছি। তিনি আরও বলেন, আমাদের সাথে কারোর কোন শত্রুতা নেই, তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশির সাথে মামলা চলমান আছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ডাকাতি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।