
নিজস্ব প্রতিনিধি : বন্ধু মানে কি জানেন?
আমার কাছে বন্ধু মানে সহচর,যারা আনন্দে, কষ্ট, ভালোবাসায় বিশ্বাস করে পাশাপাশি পথ চলে।
যে কিনা কোনো স্বার্থ ছাড়াই আমাকে মনে করে, যে আমার শরীর নয়, অনুভূতি গুলোকে বোঝে।
আমি কালো না ফর্সা, মোটা না পাতলা,লম্বা না বেটে এসব নিয়ে ভাবে না। যে অকারণে জানতে চায় কেমন আছি, বিপদে শক্ত করে হাতটা ধরে থাকে,বলে ভয় নেই আমি আছি।
সে হতে পারে নারী কিম্বা পুরুষ। সে স্বামী বা স্ত্রীও হতে পারে। যেকোনো পরিস্থিতিতে যে ছাতা হয়ে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু।
আমি কারো বন্ধু কিনা জানিনা,
তবে আমি এটা নিশ্চিত যে আমার কোনো বন্ধু নেই।
কারণ যার তার সাথে বন্ধুত্ব আমার হয়না।দু-দন্ড কারো পাশে হেঁটে দেখেছি তারা কেয়ার লেস,তখন বুঝে গেছি সে বন্ধু নয়,দুদিন কারো সাথে কথা বলে বুঝেছি,সে শুধু নিজের আনন্দ বেদনার কথা শুনাতে চায়, আমার আবেগের তোয়াক্কা করেনা তখন বুঝেছি সেও আমার বন্ধু নয়।মনে জমানো অনেক কষ্ট নিয়ে যখন কারো পাশে দু-মিনিট বসেছি,ভেবেছি সে বলবে, থাক কাঁদিস না,এটা তোর সাথে খুব খারাপ হয়েছে জানি, তবে নিশ্চয়ই সব সামলে নিতে পারবি তুই আমিতো আছি, কিন্তু না তখন তারা দুর্বলতার সুযোগ নিয়ে পিঠে হাত বুলাতে চেয়েছে তার কুরুচিপূর্ণ সুখ অনুভব করতে, আশ্চর্য!
কিন্তু ঠিক সময়ে আমি চিনেছি তাদের সবাইকে,কেউ সরাসরি প্রেমের প্রস্তাব দেয়, কেউ ইশারা ইঙ্গিতে শরীর চায়। এর নাম দেয় বন্ধুত্ব।তারা জানেনাযে আমি তাদের মুখোশের পিছনের মানুষটাকে চিনি।
তাই আসলে মানুষের সাথে মিশে আরাম পাই না,আমার কাছে বন্ধুত্বের আরেক নাম আরাম(Peace).
আমাকে চেনে এমন সবাই জানেযে আমি আন্তরিক, সামাজিক।তাই বন্ধুত্বের অভিনয় করে কেউ কেউ আমাকে দিয়ে তাদের পারা না পারা কাজও করিয়ে নেয়। আমি করি জেনেই করি। তবে তাকে কিন্তু ঠিক চিনি।
তাই আমি জানি,নিশ্চিত জানিযে আমার কোনো বন্ধু নেই✅
বন্ধু জগতের সবচেয়ে সুন্দর এবং দূর্লভ অনুভূতির একটি।যাকে আমি নাম দিয়েছি-“ব্ল্যাক লিলি”…
সিমু✍️
Reporter Name 








