Dhaka 10:59 pm, Wednesday, 12 November 2025

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘জিয়া পরিষদ’ গঠন

  • Reporter Name
  • Update Time : 06:11:09 pm, Thursday, 15 May 2025
  • 123 Time View

ইসমাম হোসাইন:

বাংলাদেশ কৃষি ব্যাংকের জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ‘জিয়া পরিষদ’ গঠনের লক্ষ্যে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক সিবিএ-এর সভাপতি জনাব ফয়েজ উদ্দিন আহমেদ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক জনাব মো. জাহিদ হোসেন। আরও বক্তব্য রাখেন উপমহাব্যবস্থাপক জনাব সৈয়দ লিয়াকত হোসেন, স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপক দায়িত্বপ্রাপ্ত) জনাব এ.এইচ.এম. মাহবুবুল বাসেত ভূঞা, ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিডিবিএল জিয়া পরিষদের সভাপতি জনাব মো. আবুল বাশার, প্রাক্তন জিএম জনাব হেফজুর রহমান, সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক জনাব মো. ইদ্রিস আলী এবং জিয়া পরিষদ কৃষি ব্যাংক ইউনিটের সভাপতি ও প্রাক্তন জিএম জনাব হাফেজ আব্দুল ওদুদ।

সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে উপমহাব্যবস্থাপক জনাব মো. জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা করে ২৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. জাহেদকে সভাপতি ও জনাব মো. মিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট “বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ” প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণা দেন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন।

বক্তারা বলেন, গত ১৭ বছরে যারা আওয়ামী লীগ শাসনামলে সুবিধাভোগী হিসেবে ব্যাংকে ফ্যাসিবাদী দুঃশাসনের অংশ হয়েছেন, জিয়া পরিষদ তাদের প্রভাবমুক্ত থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘ সময় ধরে নিপীড়ন ও হয়রানির শিকার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়েই এই পরিষদ গঠিত হয়েছে।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জিয়া পরিষদসহ সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘জিয়া পরিষদ’ গঠন

Update Time : 06:11:09 pm, Thursday, 15 May 2025

ইসমাম হোসাইন:

বাংলাদেশ কৃষি ব্যাংকের জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ‘জিয়া পরিষদ’ গঠনের লক্ষ্যে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক সিবিএ-এর সভাপতি জনাব ফয়েজ উদ্দিন আহমেদ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক জনাব মো. জাহিদ হোসেন। আরও বক্তব্য রাখেন উপমহাব্যবস্থাপক জনাব সৈয়দ লিয়াকত হোসেন, স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপক দায়িত্বপ্রাপ্ত) জনাব এ.এইচ.এম. মাহবুবুল বাসেত ভূঞা, ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিডিবিএল জিয়া পরিষদের সভাপতি জনাব মো. আবুল বাশার, প্রাক্তন জিএম জনাব হেফজুর রহমান, সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক জনাব মো. ইদ্রিস আলী এবং জিয়া পরিষদ কৃষি ব্যাংক ইউনিটের সভাপতি ও প্রাক্তন জিএম জনাব হাফেজ আব্দুল ওদুদ।

সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে উপমহাব্যবস্থাপক জনাব মো. জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা করে ২৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. জাহেদকে সভাপতি ও জনাব মো. মিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট “বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ” প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণা দেন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন।

বক্তারা বলেন, গত ১৭ বছরে যারা আওয়ামী লীগ শাসনামলে সুবিধাভোগী হিসেবে ব্যাংকে ফ্যাসিবাদী দুঃশাসনের অংশ হয়েছেন, জিয়া পরিষদ তাদের প্রভাবমুক্ত থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘ সময় ধরে নিপীড়ন ও হয়রানির শিকার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়েই এই পরিষদ গঠিত হয়েছে।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জিয়া পরিষদসহ সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।