Dhaka 7:11 am, Friday, 7 November 2025

বিএনপি নেতা মুকুলকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : 03:12:51 pm, Monday, 30 June 2025
  • 78 Time View

ইভা প্রধান: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে ১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে। সন্ত্রাসী কাজে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

৩০ জুন সোমবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে এই কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশ, বন্দর উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন শাখার শতাধিক নেতা-কর্মী।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলে, “আতাউর রহমান মুকুল বন্দরের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তাকে যেভাবে চাঁদার দাবিতে মারধর করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনাতীত। আমরা স্পষ্ট করে দিতে চাই—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে ফের সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলে, “সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

সুত্রমতে, ২৯ জুন রোববার  রাতে আতাউর রহমান মুকুল চাঁদার দাবিতে হামলার শিকার হন। তিনি অভিযোগ করেন, “১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বজলুর রহমান ও তার লোকজন পরিকল্পিতভাবে আমাকে মারধর করেছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি নেতা মুকুলকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ

Update Time : 03:12:51 pm, Monday, 30 June 2025

ইভা প্রধান: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে ১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে। সন্ত্রাসী কাজে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

৩০ জুন সোমবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে এই কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশ, বন্দর উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন শাখার শতাধিক নেতা-কর্মী।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলে, “আতাউর রহমান মুকুল বন্দরের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তাকে যেভাবে চাঁদার দাবিতে মারধর করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনাতীত। আমরা স্পষ্ট করে দিতে চাই—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে ফের সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলে, “সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

সুত্রমতে, ২৯ জুন রোববার  রাতে আতাউর রহমান মুকুল চাঁদার দাবিতে হামলার শিকার হন। তিনি অভিযোগ করেন, “১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বজলুর রহমান ও তার লোকজন পরিকল্পিতভাবে আমাকে মারধর করেছে।”