
সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁও বৈদ্যের বাজার ইউপির হাড়িয়ার বিট্রিশ আমলের রাস্তা আমান গ্রুপের জবর দখল থেকে উদ্ধারের জন্য সোনারগাঁও ইউএনও ফারজানা রহমান’র কাছে আবেদন ও স্মারকলিপি প্রদান করেছে হাড়িয়াবাসী। বাংলাদেশ সাংবাদিক ও মানব কল্যান ফাউন্ডেশনের সদস্য মাসুম বিল্লাহ’র নেতৃত্বে এই স্মারকলিপি ও আবেদন পত্র দেওয়া হয়েছে।
৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় এই স্মারকলিপি ও আবেদন সোনারগাঁ নির্বাহী অফিসার ফারজানা রহমানের নিকট জমা দেওয়া হয়। ব্রিটিশ আমল থেকে এই রাস্তা হাড়িয়া গ্রামের মধ্যদিয়ে মালিবাগ হয়ে পাকিস্তান আমলের বৈদ্যের বাজার যুক্ত হয়েছে বলে জানা যায়। এটাইছিল মানুষের একমাত্র রাস্তা যা দিয়ে বৈদ্যের বাজার গিয়ে সকাল দুপুর বিকালহাজার হাজার মানুষ বাজার সদাই করত।
বর্তমানে সোনারগাঁ থানার বৈদ্যের বাজার ইউনিয়নের হিন্দুদের জমি দখল, গ্রামবাসীর চলাচলের বৃট্রিশ আমলের রাস্তা, নদীতে গোসল করার জায়গা বন্ধ করে নদী দখল করেছে আমান গ্রুপ। সরকারি খাল ভরাট, পাকিস্তান আমলের রাস্তা দিয়ে হাড়িয়া ও গামতলিবাসী হেটে পাকিস্তান বাজার ও বৈদ্যের বাজার যাতায়ত করত বলে সুত্রে জানা যায়। তারা আরো বলেন ভুয়া লোক দিয়ে জাল দলিল বানিয়ে দালাল চক্রের মাধ্যমে অনেক জমি হাতিয়ে নিয়েছে আমান গ্রুপ। গ্রামের প্রভাবশালী কিছু লোক সিন্ডিকেট করে আমান গ্রুপের কাছে জালিয়াতির মাধ্যমে নদী গর্বের খাস জমি বিক্রি করেছে বলে জানায় গ্রামের অনেক লোক।
ভূমি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষে সরকারি খাসজমি রক্ষার দায়িত্ব সোনারগাঁ এসি ল্যান্ড অফিসের। তালিকা করে জেলা প্রশাসনের সহযোগিতায় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তাদের কিন্তু আদৌ কি তারা আইনত ব্যবস্থা নিয়েছে? কেউ সরকারি জমির ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করলে তা উচ্ছেদের দায়িত্বও তাদের কিন্তু তারা নেয়নি। তবে মেঘনার জমি দখলের বিষয়ে জানতে সোনারগাঁ এসি ল্যান্ড অফিসে গিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত নদীর কী পরিমাণ জমি দখল হয়েছে সে বিষয়ে কোনো তথ্য এসি ল্যান্ড অফিসের কেউ জানাতে পারেননি।
স্মারকলিপি জমা দেওয়ার সময় আরো উপস্থিত ছিল- সোহাগ ভূইয়া, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ রাসেল, আবু তাহের, মোহাম্মদ কামাল হোসেন, মোঃ জামাল হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল, নবীর হোসেন এবং দপ্তরবার্তার সাংবাদিক ইভা প্রধান ও আছমা আক্তার সিমা।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠনের পেডে এই স্মারক লিপি দিয়েছে যার অনুলিপি জেলা প্রশাসক নারায়নগঞ্জকে দেওয়া হয়েছে। সংবাদ লিখা পযন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক দখলদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
Reporter Name 















