
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ -৪ থেকে বিএনপির টিকেট পাওয়া মাসুদুজ্জামান মাসুদকে ঠেকাতে সক্রিয় আবুল কালাম ও তার পুত্র আবুল কাউসার বলে আলোচনার ঝড় উঠছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনৈতিক অঙ্গনে বিরোধ ও কৌশলগত প্রচারণা বাড়ছে। বিশেষ করে সম্ভাব্য প্রার্থী মাসুদকে ঠেকাতে সাবেক এমপি আবুল কালাম ও তার পুত্র আবুল কাউসার আশা সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুদের অতীত সামাজিক কর্মকাণ্ডের ছবি ও বিভিন্ন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা–মন্ত্রীর সাথে তার তোলা ছবি প্রচার করা হচ্ছে, যাতে তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরা হয়। এ কার্যক্রমে আবুল কালাম ও তার পুত্র আশা প্রত্যক্ষভাবে ভূমিকা রাখছে বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক আবুল কালামের এক ঘনিষ্ঠ সহযোগীর তথ্য: “শেষ পর্যন্ত যদি মাসুদ মনোনয়ন ধরে রাখতে পারে, তাহলে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের পক্ষে কাজ করার কথা বলেছে আবুল কালাম।”
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছে, স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের প্রচারণা বাড়ছে।
উল্লেখ্য, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টি মনোনীত মাকসুদকে স্থানীয়ভাবে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Reporter Name 







