
নিজস্ব প্রতিনিধিঃ নারায়নগঞ্জ শহরের খানপুরের মিথুন চৌধুরীর প্রতারনায় জিম্মাদার জহুরা আক্তার ও হেমায়েদ চৌধুরী ভোগান্তিতে পড়েছে। তাদের জিম্মায় প্রতারক মিথুন ব্যবসার নামে টাকা লোন নিয়ে আসল ও লাভ না দিয়ে প্রতারনা করছে। মিথুনের পিতার নাম মরহুম আঃ মান্নান চৌধুরী মাতার নাম জবেদা বেগম, খানপুর বাসী এই মিথুন ০১/০৯/২০২২ সালে জসীম উদ্দিনের কাছ থেকে ৩ লক্ষ্য টাকা ব্যবসা করাস্র জন্য ধার নেয় এবং ব্যবসার লাভ হিসাব করে সাড়ে চার লাখ টাকার ১টি চেক জামানত হিসাবে প্রদান করে।
ব্যবসার ডিড ৩০০টাকার স্টেম্পের মাধ্যমে করে ডাচ বাংলা ব্যাংকের চেক সিকিউরিটি হিসাবে প্রদান করে। সময় মত ব্যাংকে গিয়ে দেখা যায় প্রতারক মিথুন চৌধুরীর একাউন্টে বেলেন্স টাকা নাই। মিথুন আজ কাল করে সময় ক্ষেপন করতে থাকে আর জহুরা এবং হেমায়েত ভোগান্তিতে পড়ে। এ দিকে জসিম উদ্দিনের চাপে পড়ে জিম্মাদার জহুরা ও হেমায়েত।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করে।
Reporter Name 















