
নিজস্ব প্রতিনিধি : জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ জোবায়ের নামে পাঠাগারের নাম করনে জেলা প্রশাসকের নিকট পত্র। ২/৩/২০২৫ ইং তারিখ রবিবার বিজ্ঞ সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আহমেদ খানের পক্ষে আইনজীবী জেনীফার বেনজীর এডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্ট ডিসির কার্যালযয়ে উপস্থিত হয়ে ডিসির সহিত সাক্ষাৎ করে আবেদনটি জমা প্রদান করে। সহয়তায় ছিল সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ সম্পাদক দপ্তর বার্তা ও সময়েরচিন্তা।
পত্রটি হুব
বরাবর
জেলা প্রশাসক
নারায়নগঞ্জ।
বিষয়ঃ নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের বাড়ী নং-২৮০, ব্লক-ডি দক্ষিণ কদমতলীর বাসিন্দা গত ২০২৪, জুলাই গন অভ্যর্থনে বাংলাদেশ প্রফেসনাল ইউনির্ভানিটির (BUP) মীরপুর সেনানিবাস ঢাকা এর আইন বিভাগের অর্নাস ২য় বর্ষের মেধাবী ছাত্র শহীদ জোবায়ের ওনর খান, পিতা জাহাঙ্গীর আহমেদ খান, ডেপুটি এটনী জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, গত ০৫ই আগস্ট ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল করা অবস্থায় বিরোধী পক্ষে গুলিতে শহীদ হওয়ায় শহীদের স্মৃতি রক্ষার্থে নারায়নগঞ্জের আলী আহমেদ চুনকা পাঠাগারের নাম পরিবর্তন করে” শহীদ জোবায়ের স্মৃতি পাঠাগার” নামকরন করার আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী জুলাই/২০২৪, গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জোবায়ের ওমর খানের পিতা জাহাঙ্গীর আহমেদ খান জানাচ্ছি যে, আমার মেধাবী ছেলে শহীদ জোবায়ের ওমর খান ২০২১ সনে ঢাকা ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ হতে কলা বিভাগ থেকে GPA-5. পেয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ প্রফেশনাল ইউনির্ভাসিটি (BUP) মীরপুর সেনানিবাস, ঢাকায় আইন বিভাগে ভর্তি হন। ইহাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এবং রাজশাহী বিশ্ববিদ্যায়ে ফিলোশপিতে ও ভর্তির জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বিচারক হওয়ার BUP আইন বিভাগে ভর্তি হন। আইন বিভাগে ২য় বর্ষের ছাত্র থাকা অবস্থায় গত ০৫ আগস্ট/২০২৪২ঃ বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করা অবস্থায় যাত্রাবাড়ী থানার দক্ষিণপার্শ্বে
অতিক্রম কালে পুলিশের এলোপাথাড়ি গুলিতে বিকাল ৪-৪। টায় ডান হাতের বগলের পার্শ্বে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকেন পরবর্তী সময়ে সঙ্গীয় সাথীরা অটোযোগে স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মিটফোর্ড নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অধিক রক্তক্ষরনে মৃত্যুবরন করেন। BUP কর্তৃপক্ষ তাদের বিশ্ববিদ্যালয়ে তার স্মরনে শহীদ জোবায়ের ভবন নামে একটা ভবনের নামকরন করেন। গত ১৫ জানুয়ারী/২০২৫ইং বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা জুলাই/২০২৪ গণ অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ করেন। উক্ত গেজেটে ৪৩৯ নং ক্রমিকে শহীদ জোবায়ের ওমর খানের নাম প্রকাশিত হয়।
অতএব, জনাব জুলাই/২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতি রক্ষার্থে নারায়নগঞ্জ পাঠাগারের নাম আলী আহাম্মদ চুনকার পরিবর্তে “শহীদ জোবায়ের স্মৃতি পাঠাগার” নামকরন করে বার্ধিত করুন।
তারিখঃ ১৮/০২/২০২৫ইং
বিনীত Jakla
(জাহাঙ্গীর আহমেদ খান)
এডভোকোট আপীল বিভাগ
এবং
বর্তমানে ডেপুটি এটনী জেনারেল বাংলাদেশ সুপ্রীম কোর্ট
বাড়ী নং-২৮০, ব্লক-ডি, দক্ষিণ কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ ৭শুদ্রার সিটি কর্পোরেশন,
Deputy attorney General।
For Bangladesh
02/00
সংযুক্তঃ
১। ১৫ই জানুয়ারী ২০২৫, বাংলাদেশ গেজেট এর অতিরিক্ত সংখ্যা এর কপি তৎসঙ্গে সংযুক্ত করা হল।
২। শহীদ জোবায়ের খানের সংক্ষিপ্ত জীবনি সংযুক্ত করা হল।
জুলাই বিপ্লবের শহীদ জুবায়ের ওমর খাঁন
Reporter Name 















