
রাইসা ইসলাম শিল্পীর স্বরচিত কবিতা ” স্বপ্ন দেখা”
স্বপ্ন দেখা
রাইছা ইসলাম শিল্পী।
নতুন করে বাঁচার জন্য
স্বপ্ন তুমি দেখো।
স্বপ্ন দেখা ভালো
স্বপ্ন তুমি দেখতেই পারো
তাই বলে কি ,
ভুল মানুষের সঙ্গে।
জেগে জেগে স্বপ্ন দেখা
ভুল মানুষের সাথে চলা
কোন মতে দিন কাটা
কাঁটা তুমি তুলতে পারো
একটু কষ্ট হবে ।
কষ্ট তুমি স্বীকার করে
তুলে ফেলো কাটা ,
দেখবে তুমি অনেক টাই
লাগবে তোমার ভালা।
Reporter Name 








