
তানজিলা আক্তার লিপি: চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে ৫ আগস্ট। ঐ দিন নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে মাঠে ছিল প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বাবুল বিএনপির জন্য নিবেদিত প্রান। সেই থেকে দলের দুর্দিন থেকে শুরু করে সবসময় দলের সাথে ছিল আবু জাফর বাবুক। এক কথায় তাকে বিএনপির ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব, দলের পরীক্ষিত, বিশস্ত ও একনিষ্ঠ সেবক, জাগদল কর্মী হিসেবে নারায়ণগঞ্জবাসী চিনে।
সামনে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চতুর্দিক থেকে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানাচ্ছে। এক্ষেত্রে বেশ সময় নিয়েছে আবু জাফর আহমেদ বাবুল। বিএনপি সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবারের সদস্য, শুভানুধ্যায়ীদের সাথে আলাপ আলোচনা শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনে প্রার্থীতা করার ঘোষণা দিয়েছে বাবুল। শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ না থেকে চমকে দিয়েছে গোটা নারায়ণগঞ্জবাসীকে। নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে মাঠে নেমেছে বাবুলসহ তার গোটা পরিবার। প্রায় প্রতিদিনই নানা কার্যক্রমে নারায়ণগঞ্জ-৫ আসনে সরগরম রাখছে বাবুল সমর্থকরা। যেটি আলোড়ন তুলেছে গোটা নারায়ণগঞ্জে। আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ভাইয়েরা তাদের বন্ধু সার্কেল নিয়ে নানামহল এবং সাধারণ মানুষকে যেভাবে সংঘবদ্ধ করছে সেটি বিস্মিত করেছে নারায়ণগঞ্জ শহর ও বন্দরবাসীকে। নির্বাচনী মাঠে নেমে এক প্রকার অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের চমকে দিয়েছে বলা চলে।
রাজনৈতিক বোদ্ধামহল বলছে, নারায়ণগঞ্জ-৫ আসটি বেশ গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে ধার ও ভার রয়েছে এমন প্রার্থী খুঁজছে বিএনপি। প্রতিষ্ঠিত শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল বিএনপির সেই শুন্যতাটা পূরণ করার জন্য উপযুক্ত। সুদীর্ঘ ৪ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে যার দলবদল বা অন্য কোন ডিসক্রেডিট নেই, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী, নারায়ণগঞ্জের জনগণ যাকে নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে চিনে, আবু জাফর আহমেদ বাবুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যোগ্য প্রার্থী বলে ভোটারদের মত।
সাধারণ মানুষ বলছে, রাজনীতি হওয়া উচিত জনকল্যাণের উদ্দেশ্যে। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে যিনি নিজেকে দলীয় ও সামাজিক কল্যানে সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়েছে সাধারন মানুষের জন্য। শিল্প ও আর্থিক খাতেও রয়েছে তার অসামান্য ভুমিকা। বাবুল একাধারে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজ সেবক। যে যৌবনের পুরো সময় থেকেই বর্তমান পর্যন্ত শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী ও আদর্শিক রাজনীতির চর্চা করেছে।
বাবুল বলে, “মাইক্রোফেন মতোই অসহায় নিপীড়িত মানুষের পক্ষে ছিলাম আছি ও আজীবন পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। রাজনীতির মাধ্যমে পাওয়ার কিছু নাই। দিয়ে আসছি, দিয়েই যাব।”
Reporter Name 















