
নিজস্ব প্রতিনিধি : এই ছবিটা দেখার পর কি একজন লোকের অন্য আইডেন্টিটির দরকার আছে বলে মনে করেন? লোকটির নাম মোরসালিন বাবলা। গত সাড়ে পনেরোবছর আওয়ামী লীগের উচ্ছৃষ্ঠভোগী ছিলো।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভির খাস লোক হিসেবে পরিচিত ছিলে নারায়ণগঞ্জে। স্থানীয় পত্রিকা যুগের চিন্তার প্রকাশক ও সম্পাদক তিনি। পাশাপাশি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় চাকরি করে আসছে।
দলের প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকার সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলে দুইটা প্লট ভাগিয়ে নিয়েছে রাজউক থেকে। বাবলা আইভি রহমানের লোক হওয়াতে শামীম ওসমানের বিরোধীতা করতো। তার মানে আওয়ামী বিরোধী ছিলোনা সে। তার প্রমান ছবিতে। জুলাই বিপ্লবের পর অর্থাৎ ৫ আগস্টের পর সে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পদোন্নতি নেয়। কিন্তু কোন যাদুর কাঠির বলে সে এই পদোন্নতি নিয়ে একটি জাতীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে বসেছে? যেখানে সে সরাসরি ফ্যাসিবাদি সাংবাদিক হিসেবে পরিচিত। এই মোরসালিন বাবলা এখন নিজেকে বিএনপি হিসেবে প্রতিষ্ঠিত করতে উঠেপড়ে লেগেছে। গত সাড়ে পনেরোবছরে তার সকল কৃতকর্ম স্পষ্ট।
Reporter Name 















