
নিজস্ব প্রতিনিধিঃ সৃজন হাউজিং’র চেয়ারম্যান প্রতারক শামীম তারেকের ফাঁদে মানবাধিকার কর্মী ফেরদোসি আক্তার রেহানা। প্রতারনা করাই শামীমের ধান্দা। তার এই প্রতারনা বন্ধে রেহানার পাশে থাকবে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা কমিটি।সংগঠক হিসাবে পাশে থাকবেন সাংবাদিক সুলতান মাহমুদ। রেহানার ফেসবুক স্ট্যাটাসটি তোলে ধরা হলঃ
সৃজন হাউজিং এর চেয়ারম্যান শামীম তারেক, আমার কাছ থেকে ১কোটি টাকা নিয়েছে তার প্রমান দিলাম। আপনারাই এর বিচার করবেন। শুনুন তার অফিস স্টাফদের স্বীকারোক্তি।
আমি নারী বলে আপনি যদি মনে করেন আমার টাকা মেরে খেয়ে ফেলবেন এটা আমি বিস্বাস করিনা। এদেশে আইন আছে।এদেশের মানুষ সত্যের পথে নির্যাতন নারীর পাশে আছে। আপনার অফিসের স্টাফ পর্যন্ত সাক্ষী দিচ্ছে তার পরেও কেনো আপনি আমার হকের টাকা গুলো দিচ্ছেন না?
শামীম তারেক একজন ভূমিদস্যু।এ পর্যন্ত ১২৫ জন আমাদের সাথে কথা বলেছে এবং সে এমন অনেক মানুষের টাকা নিয়ে ঘুরাচ্ছে।এই চিটার শামীম তারেকের বিচারের দ্বাবী জানাচ্ছি।যাতে করে পরবর্তীতে কেও এমন চিটারি করার সাহস না পায়।
Reporter Name 








