Dhaka 6:32 am, Friday, 7 November 2025

সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে বাসায় লুটপাট ভাংচুর

  • Reporter Name
  • Update Time : 03:23:26 pm, Monday, 5 May 2025
  • 205 Time View

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন ভাইয়ের বাসায় ভাংচুর ও লুটপাট  এবং জখমের অভিযোগ পাওয়া গেছে।

৩রা মে শনিবার সকাল ১০ ঘটিকার সময় সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগকারী জিয়াউদ্দিন জীবন বলে, আমি এবং আমার ভাই বোনেরা বন্টনকৃত পৈতৃক ভিটা- বাড়িতে স্থায়ীভাবে বসবাস করিতেছি। আমি দোকান তৈরি করার জন্য ইট বালু, সিমেন্ট নিয়ে আসলে তারা বাধা দেয়। তারা ৩০/৪/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় ২০/২৫ জনের একটি দল আমার দোকানের লোহার রড, অ্যাঙ্গেল এগুলো কেটে নিয়ে যায় এবং বাড়ীতে প্রবেশ করিয়া আমার বাসার জ্বালানার গ্লাস ভাংগে, ঘরের ড্রয়ার ভেঙ্গে নগদ ৬,০০,০০০(ছয় লক্ষ) টাকা এবং স্বর্নালংকার নিয়ে যায়, যার মুল্য ৫,২০,০০০(পাচ লক্ষ বিশ হাজার) টাকা । আমার স্ত্রী-সন্তানকে আঘাত করে,  আমার স্ত্রীর ডাক- চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
বিবাদীরা হলেন ১ নং আমার ভাই রিপন( ৫০)পিতা মৃত জমির উদদীন, ২ নং দুলাল(৭০) পিতা মৃত জমির উদদীন, ৩ নং সজীব (৩০) পিতা দুলাল ৪ নং বাবুল ( ৬০)পিতা মৃত জমির উদ্দীন সর্ব সাং সাহাপুর ৫ নং দবীর উদ্দীন (৩৫) পিতা মৃত জমির উদদীন।
এ ঘটনায় জিয়াউদ্দিন জীবন বাদী হয়ে তার ভাইদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মফিজুর রহমান বলে, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী জীবন জানায়, “অভিযোগের তদন্ত অফিসার ইসলাম আমার সাথে খারাপ ব্যবহার করে,  আমার কথা না শুনেই  আমার সাথে অশুভাচরন করে। তারপর কিছু অনৈতিক সুবিধা দাবী করে  আমার কাছে কিন্তু আমি দিতে না পারায়  আমার অভিযোগ আমলে নিচ্ছে না সোনারগাঁ থানা পুলিশ।  ৩০ এপ্রিল অভিযোগ করে ৫/৬ দিন অতিবাহিত হলেও কোন সহয়তা পাচ্ছি না থানা থেকে। আমি কয়েকবার থানায় গিয়েছে পুলিশের কাছে , থানায়ও  অভিযোগের আইও  ইসলাম আমার সাথে দুর্ব্যবহার করে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে বাসায় লুটপাট ভাংচুর

Update Time : 03:23:26 pm, Monday, 5 May 2025

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন ভাইয়ের বাসায় ভাংচুর ও লুটপাট  এবং জখমের অভিযোগ পাওয়া গেছে।

৩রা মে শনিবার সকাল ১০ ঘটিকার সময় সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগকারী জিয়াউদ্দিন জীবন বলে, আমি এবং আমার ভাই বোনেরা বন্টনকৃত পৈতৃক ভিটা- বাড়িতে স্থায়ীভাবে বসবাস করিতেছি। আমি দোকান তৈরি করার জন্য ইট বালু, সিমেন্ট নিয়ে আসলে তারা বাধা দেয়। তারা ৩০/৪/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় ২০/২৫ জনের একটি দল আমার দোকানের লোহার রড, অ্যাঙ্গেল এগুলো কেটে নিয়ে যায় এবং বাড়ীতে প্রবেশ করিয়া আমার বাসার জ্বালানার গ্লাস ভাংগে, ঘরের ড্রয়ার ভেঙ্গে নগদ ৬,০০,০০০(ছয় লক্ষ) টাকা এবং স্বর্নালংকার নিয়ে যায়, যার মুল্য ৫,২০,০০০(পাচ লক্ষ বিশ হাজার) টাকা । আমার স্ত্রী-সন্তানকে আঘাত করে,  আমার স্ত্রীর ডাক- চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
বিবাদীরা হলেন ১ নং আমার ভাই রিপন( ৫০)পিতা মৃত জমির উদদীন, ২ নং দুলাল(৭০) পিতা মৃত জমির উদদীন, ৩ নং সজীব (৩০) পিতা দুলাল ৪ নং বাবুল ( ৬০)পিতা মৃত জমির উদ্দীন সর্ব সাং সাহাপুর ৫ নং দবীর উদ্দীন (৩৫) পিতা মৃত জমির উদদীন।
এ ঘটনায় জিয়াউদ্দিন জীবন বাদী হয়ে তার ভাইদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মফিজুর রহমান বলে, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী জীবন জানায়, “অভিযোগের তদন্ত অফিসার ইসলাম আমার সাথে খারাপ ব্যবহার করে,  আমার কথা না শুনেই  আমার সাথে অশুভাচরন করে। তারপর কিছু অনৈতিক সুবিধা দাবী করে  আমার কাছে কিন্তু আমি দিতে না পারায়  আমার অভিযোগ আমলে নিচ্ছে না সোনারগাঁ থানা পুলিশ।  ৩০ এপ্রিল অভিযোগ করে ৫/৬ দিন অতিবাহিত হলেও কোন সহয়তা পাচ্ছি না থানা থেকে। আমি কয়েকবার থানায় গিয়েছে পুলিশের কাছে , থানায়ও  অভিযোগের আইও  ইসলাম আমার সাথে দুর্ব্যবহার করে।”