
মইন আল হোসেন : আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসী রিপন সরকার(৪৮) ও তার লালিত সন্ত্রাসী বাহিনী। গত শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নুরা বেপারি মার্কেটের মিহা কসমেটিকস এন্ড ভেরাইটিজ ষ্টোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ব্যবসায়ী মঞ্জুর আলম বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মোঃ মাসুম (৪৫) দীর্ঘ ১২ বৎসর যাবৎ মোগরাপাড়া চৌরাস্তার নুরা বেপারি মার্কেটের নিচতলায় কসমেটিক ব্যবসা করে আসছিলো। পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ এপ্রিল শনিবার বিকাল ৫টার দিকে ব্যবসায়ী মোঃ মাসুমের কসমেটিকসের দোকানে আতর্কিত হামলা চালায় সন্ত্রাসী রিপন সরকার ও তার ছেলেসহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী বাহিনী। এসময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যবসায়ী মাসুমকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাশবাক্স থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
মাসুমের আর্তচিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী রিপন সরকার ও তার ছেলেসহ সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি ধমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। একপর্যায়ে পাশের দোকানীরা ব্যবসায়ী মাসুমকে উদ্ধার করে সোনারগাঁও সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন, অভিযোগ পেযেছি, ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Reporter Name 








