Dhaka 11:05 pm, Wednesday, 12 November 2025

সোনারগাঁয়ের চু‌রি হওয়া রড টাঙ্গাইল থে‌কে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 06:52:16 pm, Thursday, 26 September 2024
  • 313 Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁ থে‌কে চু‌রি হওয়া ট্রাক বোঝাই রড টাঙ্গাইলের ভুঞাপুর থে‌কে উদ্ধার করেছে থানা পু‌লিশ। খবর পে‌য়ে চুরির রড কেনা ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে‌ছে। প‌রে তার গোডাউন থে‌কে রড ও ট্রাক উদ্ধার করা হয়।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়‌নের সিরাজকা‌ন্দি বাজারের মেসার্স করিম এন্টারপ্রাইজের গোডাউন থে‌কে ট্রাক‌বোঝাই রড উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁও এলাকার সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ (মদনপুর ইউনিট) থেকে ট্রাক ভর্তি ২০ টন রড নিয়ে চালক হাসান (২৭) কেরানীগঞ্জের হাসানাবাদ ট্রের্ডাসের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর ট্রাকভর্তি রড ও চালককে পাওয়া যায়নি। পরে ঐ দিন নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে প্রতিষ্ঠানটি।

সালাম স্টীল মিলস্ এর জেনারেল ম্যানেজার শফিকুল আলম পলাশ বলে, ১৮ তারিখ রাতে মিল থেকে ২০ টন রড নিয়ে একটি ট্রাক বের হয়ে যায়। পরে চালক, ট্রাক ও রডের কোনো খবর পাওয়া না পেয়ে থানায় অভিযোগ করি। বৃহস্পতিবার ঐ ট্রাকের হেলপার অফিসে এসে জানায়, রডগুলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় একটি দোকানে রাখা হয়েছে। ট্রাকটিও আছে সেখানে। পরে আমরা থানার পুলিশের সহায়তায় সেখানে যাই এবং ট্রাক ও রড উদ্ধার করা হয়। ত‌বে খবর পে‌য়ে ডিলার ক‌রিম পা‌লি‌য়ে যায়।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সোনারগাঁয়ের চু‌রি হওয়া রড টাঙ্গাইল থে‌কে উদ্ধার

Update Time : 06:52:16 pm, Thursday, 26 September 2024

 

নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁ থে‌কে চু‌রি হওয়া ট্রাক বোঝাই রড টাঙ্গাইলের ভুঞাপুর থে‌কে উদ্ধার করেছে থানা পু‌লিশ। খবর পে‌য়ে চুরির রড কেনা ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে‌ছে। প‌রে তার গোডাউন থে‌কে রড ও ট্রাক উদ্ধার করা হয়।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়‌নের সিরাজকা‌ন্দি বাজারের মেসার্স করিম এন্টারপ্রাইজের গোডাউন থে‌কে ট্রাক‌বোঝাই রড উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁও এলাকার সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ (মদনপুর ইউনিট) থেকে ট্রাক ভর্তি ২০ টন রড নিয়ে চালক হাসান (২৭) কেরানীগঞ্জের হাসানাবাদ ট্রের্ডাসের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর ট্রাকভর্তি রড ও চালককে পাওয়া যায়নি। পরে ঐ দিন নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে প্রতিষ্ঠানটি।

সালাম স্টীল মিলস্ এর জেনারেল ম্যানেজার শফিকুল আলম পলাশ বলে, ১৮ তারিখ রাতে মিল থেকে ২০ টন রড নিয়ে একটি ট্রাক বের হয়ে যায়। পরে চালক, ট্রাক ও রডের কোনো খবর পাওয়া না পেয়ে থানায় অভিযোগ করি। বৃহস্পতিবার ঐ ট্রাকের হেলপার অফিসে এসে জানায়, রডগুলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় একটি দোকানে রাখা হয়েছে। ট্রাকটিও আছে সেখানে। পরে আমরা থানার পুলিশের সহায়তায় সেখানে যাই এবং ট্রাক ও রড উদ্ধার করা হয়। ত‌বে খবর পে‌য়ে ডিলার ক‌রিম পা‌লি‌য়ে যায়।