
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩০ মে শুক্রবার বাদ জুমা সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও ৮নং ওয়ার্ড কামিশনার ফারুক আহমেদ তপনের উদ্যোগে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে ঈদ সামগ্রি বিতরণ, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে লায়ন মোঃ সফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সাবেক সহ সভাপতি মোঃ সফিউদ্দিন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম মুকুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বকুল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও ৮নং ওয়ার্ড কমিশনার ফারুক আহমেদ তপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াছিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সহ সভাপতি মোঃ পনির হোসেন, উপজেলা যুবদল নেতা আশরাফ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহবায়ক লায়ন মোঃ সফিকুল ইসলাম নয়ন সহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Reporter Name 















