
স্টাফ রিপোর্টার: সোনারগায়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে সোনারগাঁ উপজেলা শ্রমিক দল এক বিশাল শোডাউন ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে।
৫ জুলাই শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং তার নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
র্যালি শেষে মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডসহ আশপাশের মার্কেট ও দোকানগুলোতে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা সাধারণ মানুষ ও দোকানদারদের সঙ্গে কথা বলে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরে। সেই সঙ্গে তারা সবাইকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়, যাতে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা যায়।
Reporter Name 








