
নিজস্ব প্রতিনিধি : ২৪ ঘন্টা মাত্র ২৪ ঘন্টায় বিশ্বকে নাভিশ্বাসে ফেলো দিলো ড.মোহাম্মদ ইউনূস!’
ড.ইউনূস বিমসটেক সম্মেলন যোগ দাওয়ার জন্য কাল ব্যাংকক গেলেন,এরই মধ্যে সে বিমসটেক এর দায়িত্ব গ্রহন করলেন পাশাপাশি বাংলাদেশ সহ বিমসটেক এর আন্ডারে ৬ টি দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক করলেন ৪ দেশের প্রধানমন্ত্রীর সাথে…
১. ড. ইউনূস – নরেন্দ্র মোদী = গঙ্গা ও তিস্তা চুক্তি শেষ করা,
হাসিনাকে দেশে ফেরত চাওয়া,
মোদীর বলা “বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে” তাঁর উত্তরে ড. ইউনুস এর কড়া উত্তর,
সীমান্তে গু** চালানো বন্ধ,
সংবাদমাধ্যমকে উল্টো পাল্টা খবর প্রচার না করার আহবান
২. ড. ইউনূস – পেটংটার্ন শিনাওত্রা,থাইল্যান্ডের প্রধানমন্ত্রী = ভিসা,বানিজ্য,শিপিং,সমুদ্র সম্পর্ক এবং দুর্নীতি বিরোধী MoU স্বাক্ষর (সহজ কথায় দুইদেশ তথ্য বিনিময়,অভিজ্ঞতা ভাগাভাগি ও পলাতক দুর্নীতিবাজদের খুঁজে বের করতে সহযোগিতা করবে)
৩. ড.ইউনূস – হরিনিয়া আমরাসূরিয়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী = দ্বিপাক্ষিক বানিজ্য সহায়তার পাশাপাশি সবচেয়ে বড় যে কথাটি হয় সেটি হলো “পাচার করা টাকা বাংলাদেশ যেন ফেরত পায় সে বিষয়ে সাহায্য চেয়েছে শ্রীলংকার এবং তারা তা করবে”
৪. ড. ইউনূস – শেরিং তোবগ ভুটানের প্রধানমন্ত্রী = দ্বিপাক্ষিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধি এবং ভুটানের জন্য কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা হয় এছাড়াও ভুটানের জন্য বিশেষ ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ এবং শিক্ষা সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়
এছাড়াও আসিয়ান সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন এবং সবচেয়ে বড় যে খুশির খবরটা দিলেন তা হলো “মার্চের ১৫ তারিখ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার পার্টি করে রোহিঙ্গাদকর কথা দেন “এ ঈদে পারলাম না পরের ঈদ ইনশাআল্লাহ নিজেদের দেশে করবেন” আর তাঁর একমাসও হয়নি মাত্র ২০ দিনের মাথায় মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হ’য়েছে”
নিশ্চয়ই আমাদের ভাগ্য সুভাগ্য তাইতো ড. ইউনূস এর মত একজন মানুষকে পেয়েছি,সংস্কারের নামে দেশটাকে শীর্ষে তুলে দিচ্ছে…
শেষমেশ একটাই কথা “ইউনূস সরকার আরো ৫ বছর দরকার”
Reporter Name 















